রাহুল গান্ধী ইস্তফা দেননি: কংগ্রেস

রাহুল গান্ধীর ইস্তফার কথা অস্বীকার করল কংগ্রেস। রাহুল গান্ধী ইস্তফা দেননি, এমনটাই জানালেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনটাই জানানো হয়েছে।

রাহুল গান্ধীর ইস্তফার কথা অস্বীকার করল কংগ্রেস। রাহুল গান্ধী ইস্তফা দেননি, এমনটাই জানালেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনটাই জানানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
sonia gandhi, rahul gandhi, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী

ফাইল ছবি

রাহুল গান্ধীর ইস্তফার কথা অস্বীকার করল কংগ্রেস। রাহুল গান্ধী ইস্তফা দেননি, এমনটাই জানালেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনটাই জানানো হয়েছে। এর আগে সংবাদসংস্থা এএনআই-এরই তরফে জানানো হয়েছিল, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে ইস্তফা দিয়েছেন রাহুল এবং তা গ্রহণ করেনি কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। ফলে এ খবরে বিভ্রান্তি ছড়ায়।

Advertisment

Advertisment

লোকসভা নির্বাচনে এবার বড়সড় ধাক্কা খেয়েছে কংগ্রেস। দলের সভাপতি হওয়ার পর এটাই ছিল কংগ্রেসের প্রথম লোকসভার লড়াই। শেষ পর্যন্ত ভোটে বিপর্যয়ের জেরেই ইস্তফাপত্র পেশ করলেন রাহুল। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিন রাহুলের সাংবাদিক বৈঠকের পরই তাঁর পদত্যাগ নিয়ে জল্পনা ছড়ায়। সাংবাদিক বৈঠকে হার মেনে নিয়ে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান রাহুল। পাশাপাশি ‘জনতাই মালিক’ বলে মন্তব্য করেন রাগা। অন্যদিকে, এবার গান্ধী গড় আমেঠিতেও হেরে গিয়েছেন রাহুল।

অন্যদিকে, ‘চৌকিদার চোর হ্যায়’-উনিশের লোকসভা নির্বাচনের প্রচারে নরেন্দ্র মোদীকে নিশানা করতে রাহুল গান্ধীর এই স্লোগান রাতারাতি টক অফ দ্য টাউন হয়েছে। এ স্লোগান নিয়ে বিতর্কও কম হয়নি। এ স্লোগানের জেরেই সুপ্রিম কোর্টে ক্ষমা চাইতে হয়েছে কংগ্রেস সভাপতিকে। আবার রাহুলের এই স্লোগানকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে টুইটারে চৌকিদার অভিযান শুরু করেছিলেন মোদী। উনিশের রায়ে রাহুলের ‘চৌকিদার চোর হ্যায়’ মুখ থুবড়ে পড়েছে। রাহুলের এই স্লোগানের জেরেই এবার ভোটের লড়াইয়ে গো হারা হেরেছে কংগ্রেস, এমনটাই মনে করছেন কংগ্রেসেরই কয়েকজন শীর্ষ নেতা। ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান মানুষ ভালো ভাবে নেননি, যার ফলে কংগ্রেসের ভোটব্যাঙ্কে নেতিবাচক প্রভাব পড়েছে।

rahul gandhi