Advertisment

পাপ্পু পাশ হো গ্যয়া, 'জনতা বুঝেছেন মোদীর প্রতিশ্রুতি মিথ্যা'

সারা দিন পর সংবাদ মাধ্যমের সামনে এলেন 'অতি সংযমী' রাহুল গান্ধী এবং এই তিন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রীদের ধন্যবাদ জালালেন। তেলেঙ্গানা এবং মিজোরামের বিজয়ীদের উদ্দেশেও শুভেচ্ছা জানালেন কংগ্রেস সভাপতি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাফাল 'দুর্নীতি' নিয়ে মোদীকে বারংবার আক্রমণ করে চলেছেন রাহুল গান্ধী।

পাপ্পু পাশ হো গ্যয়া। তবু সারা দিন তাঁর দেখা নেই। কমপক্ষে একটা টুইটও পাওয়া যায়নি। আর তাই মঙ্গলবার রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড় বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পর থেকেই, রাহুল বাণী শোনার জন্য মুখিয়ে থেকেছে সারা দেশ। অবশেষে সারা দিন পর সংবাদ মাধ্যমের সামনে এলেন 'অতি সংযমী' রাহুল গান্ধী এবং এই তিন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রীদের ধন্যবাদ জালালেন। তেলেঙ্গানা এবং মিজোরামের বিজয়ীদের উদ্দেশেও শুভেচ্ছা জানালেন কংগ্রেস সভাপতি। এবার, এক নজরে দেখা নেওয়া যাক এদিনের রাহুল বাণী-

Advertisment

জেনে নিন- Assembly Election Results 2018 Live: ৩-০ স্কোরের দিকে তাকিয়ে কংগ্রেস

১. এই জয় কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের।

২. জনগণের দাবি পূরণে কংগ্রেসের দায়িত্ব বেড়ে গেল। কংগ্রেস যেসব প্রতিশ্রুতি দিয়েছে, তা রক্ষা করবে।

৩. দেশবাসী বুঝে গিয়েছেন, নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি মিথ্যা।

আরও পড়ুন- সুর বদল! সংসদে সকলকে আলোচনায় বসার আহ্বান মোদীর

৪. মোদীর আমলে দেশ সুখে নেই তা স্পষ্ট।

৫. রাফাল এবং নোট বাতিল দুটিই বড় দুর্নীতি। মানুষ ,সে কথা বুঝতে পেরেছেন।

৬. মোদী চাকরি দিতে ব্যর্থ। দেশে বেকার সমস্যা প্রকট।

৭. ২০১৪ সালের নির্বাচন থেকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা নিয়েছি।

PM Narendra Modi rahul gandhi
Advertisment