Advertisment

তুঙ্গে হিজাব তরজা, এবার বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও

কর্নাটকে উদুপির এক সরকারি কলেজে হিজাব পরে আসা ২৫ পড়ুয়াকে প্রবেশ করতে দেওয়া হয়নি। সেই প্রসঙ্গে শনিবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন কংগ্রেস সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi

রাহুল গান্ধী। ফাইল ছবি

শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কর্নাটকে উদুপির এক সরকারি কলেজে হিজাব পরে আসা ২৫ পড়ুয়াকে প্রবেশ করতে দেওয়া হয়নি। সেই প্রসঙ্গে শনিবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন কংগ্রেস সাংসদ। তিনি বলেন, 'মা সরস্বতী সকলকে জ্ঞান দিয়েছেন। তিনি কোনও বাছবিচার করেননি। শিক্ষাগ্রহণ করতে আসা পড়ুয়াদের বাধা দেওয়া আসলে ভারতের কন্যাদের ভবিষ্যৎ নষ্টেরই শামিল।'

Advertisment

শনিবার দেশজুড়ে চলছে সরস্বতী বন্দনা। সংঘ পরিবার বরাবরই বাগদেবী এবং বিদ্যার্থীদের ব্যাপারে স্পর্শকাতর। সেকথা মাথায় রেখে বৃহস্পতিবার উদুপির কলেজে ঘটে যাওয়া ঘটনা নিয়ে শনিবার মুখ খুললেন কংগ্রেস সাংসদ। কুন্দপুর সরকারি কলেজের ওই ঘটনায় ইতিমধ্যে সংঘ পরিবারও প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পড়ুয়ারা ওই কলেজে গেরুয়া পোশাক পরে এসেছিল। তারা কলেজে হিজাব পরে আসার বিরোধিতায় সরব হয়েছে।

আরও পড়ুন- প্রচারে গুজব-তত্ত্বে সোচ্চার মোদী, ভ্যাকসিন নিয়ে বিঁধলেন বিরোধীদের

কর্নাটকে বর্তমানে বিজেপির সরকার। কিন্তু, হিজাব পরে আসা পড়ুয়াদের কলেজে ঢুকতে না-দেওয়া নিয়ে শোরগোলে তারাও পিছু হঠেছে। শিক্ষামন্ত্রী বিসি নাগেশ জানিয়েছেন, তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের রণাঙ্গন মনে করেন না। শিক্ষাপ্রতিষ্ঠান এক পবিত্র স্থান। সেখানে সকলেরই সমানাধিকার। একইসঙ্গে অবশ্য তিনি জানিয়েছেন, গোটা বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। দেখা যাক, সেখানে কী রায় হয়। আদালত যা নির্দেশ দেবে, তা আগামী শিক্ষাবর্ষ থেকে মানা হবে বলেই নাগেশ জানিয়েছেন।

Read in English

Hijab rahul gandhi karnataka CONGRESS
Advertisment