Advertisment

সরকার ধর্ষকদের স্বাধীনভাবে ঘুরে বেড়াতে দেয়, এটা খুবই লজ্জার: রাহুল গান্ধী

গণধর্ষণের ঘটনার তদন্তে নেমে হরিয়ানা সরকার এখনও পর্যন্ত পুলিশের এক সুপারিন্টেনডেন্ট এবং এক মহিলা অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টরকে সাসপেন্ড করেছে। 

author-image
IE Bangla Web Desk
New Update
rahul gandhi

রাফাল তদন্তে জেপিসি-র দাবি করেন রাহুল।

হরিয়ানায় ১৯ বছরের তরুণীকে গণধর্ষণের ঘটনায় কেন্দ্রকে তোপ দাগলেন রাহুল গান্ধী। মঙ্গলবার তিনি বলেন, "যে জাতির একটি মেয়ে এত নৃশংস ভাবে গণধর্ষিত হয়, লজ্জায় হেঁট হয়ে যাওয়া উচিত সে জাতির মাথা।" হরিয়ানার ভয়াবহ ধর্ষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'নীরবতা' নিয়েও প্রশ্ন তোলেন রাহুল।

Advertisment

বিজেপিকে লক্ষ্য করে কংগ্রেস সভাপতি বলেন, "দেশের সরকার আমাদের মেয়েদের সুরক্ষিত রাখতে পারেনি। অথচ এখানে ধর্ষকরা স্বাধীনভাবে নির্ভয়ে ঘুরে বেড়ায়।"

গত বৃহস্পতিবার সকালের দায়ের করা এফ আই আর অনুযায়ী, মহেন্দ্রগড়ের কোসলি বাস স্ট্যান্ডের কাছে বাস থেকে নেমে কোচিং-এ যাচ্ছিলেন ওই ছাত্রী। এফআইআরের বয়ানে ওই ছাত্রী জানান, গ্রামের দুই পরিচিত ছেলে জোর করে কোনও এক পানীয় খাইয়ে অজ্ঞান করে তাঁকে। এরপর অচেতন অবস্থায় তাঁকে ধর্ষণ করা হয়।

ওই ছাত্রীর শারীরিক নিগ্রহের ঘটনার কথা প্রকাশ্যে আসে বুধবার। নিগৃহীতার মা জানান, “প্রথমে থানায় অভিযোগ জানালে তা নেওয়া হয়নি, স্থানীয় কিছু সমস্যার উল্লেখ করেন তাঁরা।” সরকারের উদ্দেশ্যে তিনি ফের বলেন, “বেটি বাঁচাও বেটি পড়াও-এর কথা বলা হয়, তবে আমাদের মেয়েকে পড়াশোনা করানোর পুরস্কার এটাই? এদিকে দোষীরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ তাদের ধরছে না।”

আরও পড়ুন, চার বছর বয়সীকে ধর্ষণ: আসামির মৃত্যুদণ্ড স্থগিত শীর্ষ আদালতে

গণধর্ষণের ঘটনার তদন্তে নেমে হরিয়ানা সরকার এখনও পর্যন্ত পুলিশের এক সুপারিন্টেনডেন্ট এবং এক মহিলা অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টরকে সাসপেন্ড করেছে।

পিটিআই-এর খবর অনুযায়ী, সোমবার আবারও এক বিধবা মহিলা গণধর্ষিত হয়েছেন হরিয়ানায়। মহিলার অভিযোগের ভিত্তিতে থানায় এফ আই আর দায়ের করেছে পুলিশ।

rape rahul gandhi
Advertisment