তাদের ফ্লাইটটি ভোপাল বিমানবন্দরে জরুরি অবতরণ করার একদিন পরে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার মা সনিয়া গান্ধীর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। বিমানে বসে থাকা এবং একটি অক্সিজেন মাস্ক পরা সনিয়া গান্ধীর ছবি রাহুল তাঁর পোস্টে শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করার সময় রাহুল ছবির ক্যাপশনে দিয়েছেন, 'মা, চাপের মধ্যে অনুগ্রহের প্রতীক।'
Advertisment
অক্সিজেন মাস্ক হল একটি জরুরি সরঞ্জাম যা বিমানের কেবিনের চাপ কমে গেলে ব্যবহার করা হয়। উভয় কংগ্রেস নেতাই বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে যোগ দেওয়ার পরে দিল্লিতে ফিরে যাচ্ছিলেন। তখনই তাঁদের বিমানটি ভোপালে জরুরি অবতরণ করেছিল। সেই সময় সনিয়া গান্ধী ওই অক্সিজেন মাস্ক ব্যবহার করেছেন। পোস্টে এমনটাই বোঝাতে চেয়েছেন রাহুল গান্ধী।
এদিকে, একজন কংগ্রেস নেতা বলেছেন যে একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে অনির্ধারিত টাচডাউন করেছে বিমানটি। প্রবীণ কংগ্রেস নেতা এবং মধ্যপ্রদেশ মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন শোভা ওঝ বলেছেন, 'সনিয়াজি এবং রাহুলজিকে নিয়ে যাওয়া চার্টার্ড বিমানটিতে কিছু প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছিল। সেই কারণেই বিমানটি জরুরি অবতরণ করেছিল।' খবর পেয়েই ওঝা নিজে বিমানবন্দরে ছুটে যান।
তাঁর পাশাপাশি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ পাচোরি, বিধায়ক পিসি শর্মা, আরিফ মাসুদ ও কুণাল চৌধুরী-সহ মধ্যপ্রদেশ কংগ্রেসের বেশ কয়েকজন নেতাও বিমানবন্দরে ছুটে যান। তাঁরা সনিয়া ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। পরে ওঝা এই ব্যাপারে সাংবাদিকদের জানান, 'তাঁরা দুজনেই রাত ৯.৩০ নাগাদ ইন্ডিগোর একটি ফ্লাইটে চেপে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেন।'
কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী দীর্ঘদিন ধরেই অসুস্থ। বেশ কয়েকবার তিনি বিদেশের হাসপাতালে গিয়ে চিকিৎসাও করিয়েছেন। শুধু তাই নয়, অসুস্থতার কারণে দলের বিভিন্ন কর্মসূচিকেও এড়াতে বাধ্য হয়েছেন কংগ্রেস নেত্রী। এমনকী, কংগ্রেস সভানেত্রীর পদেও অসুস্থতার কারণেই তিনি ইস্তফা দিয়েছেন বলে কংগ্রেস নেতাদের একাংশের ধারণা।