মোদী সরকারকে বিঁধতে এবার আইনস্টাইনের উক্তি ধার করলেন রাহুল গান্ধী। করোনা মোকাবিলায় দেশে লকডাউন নীতির ব্য়র্থতা তুলে ধরে কেন্দ্র সরকারকে আক্রমণ করতে গিয়ে আইনস্টাইনের উক্তি ব্য়বহার করে এদিন টুইটারে প্রাক্তন কংগ্রেস সভাপতি লিখেছেন, ‘উদাসীনতার থেকে ঔদ্ধত্য় খুবই বিপজ্জনক, লকডাউন এটাই প্রমাণ করেছে”।
এদিন টুইটারে একটি গ্রাফও তুলে ধরেছেন কংগ্রেস সাংসদ। যে গ্রাফে দেখা গিয়েছে, দেশে ৪ দফা লকডাউনে অর্থনীতি কতটা ঝিমিয়ে পড়েছে, আর করোনা ভাইরাসের সংক্রমণ কীভাবে বৃদ্ধি পেয়েছে।
This lock down proves that:
“The only thing more dangerous than ignorance is arrogance.”
Albert Einstein pic.twitter.com/XkykIxsYKI— Rahul Gandhi (@RahulGandhi) June 15, 2020
আরও পড়ুন: কংগ্রেস নেতা দিগ্বীজয় সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের
উল্লেখ্য়, লকডাউন জারি করে করোনা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে আগেও সমালোচনায় সরব হয়েছিলেন রাহুল। ভাইরাস রুখতে লকডাউন নীতি যে ব্য়র্থ হয়েছে, সে ব্য়াপারে ক’দিন আগেও মুখ খুলেছিলেন সোনিয়া-পুত্র। করোনা পরিস্থিতিতে বিরোধীদের কথা শুনছে না সরকার, সরকারের এই ঔদ্ধত্য়ের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল।
এর আগে, কংগ্রেস সাংসদ রাহুল বলেছিলেন, ”দু’মাস আগে লকডাউন লাগু করার সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, ২১দিনে করোনার বিরুদ্ধে আমরা জয়লাভ করব। আজ ৬০ দিনেরও বেশি হয়ে গেল, প্রতি মাসেই করোনা আক্রান্তের সংখ্য়া ব্য়াপকহারে বেড়ে চলেছে। এই ভাইরাসকে হারাতে পারেনি লকডাউন। সরকারের কাছে জানতে চাই, পরবর্তী কৌশল কী?”
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন