Advertisment

'পাঁচ মিনিটের জন্যও প্রচারের আলো ছাড়তে পারেন না মোদী'

সংবাদ মাধ্যমের সামনে পুলওয়ামা হামলার পর সারা দেশের ঐক্যের কথা বললেও পরমুহূর্তেই কংগ্রেসকে আক্রমণ করেন মোদী, বক্তব্য রাহুলের।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi on Twitter

রাহুল গান্ধী বলেন, তাঁর মোদীর বিরুদ্ধে কোনও রাগ নেই

শুক্রবার ফের একবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নিশানার মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। "পাঁচ মিনিটের জন্যও জনসংযোগের চেষ্টা ছাড়তে পারেন না" বলে মোদীকে কটাক্ষ করলেন রাহুল, জানাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই। সংবাদ মাধ্যমের সামনে পুলওয়ামা হামলার পর সারা দেশের ঐক্যের কথা বললেও পরমুহূর্তেই কংগ্রেসকে আক্রমণ করেন মোদী, বক্তব্য রাহুলের। সম্প্রতি যুদ্ধ স্মারকের উদ্বোধন অনুষ্ঠানেও এমনটা করেছেন মোদী, বলেন কংগ্রেস সভাপতি।

Advertisment

মহারাষ্ট্রের ধুলে জেলায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে একথা বলেন রাহুল। পাশাপাশি রাফাল চুক্তি নিয়ে শিল্পপতি অনিল আম্বানিকেও একহাত নেন তিনি এই বলে, যে "কাগজের প্লেন বানানোর ক্ষমতাও রাখেন না" আম্বানি। তিনি আরও একবার দাবি করেন যে "প্রধানমন্ত্রীর দেখভালে ৩০,০০০ কোটি টাকা ঢুকেছে আম্বানির পকেটে"।

এর আগে তামিলনাড়ুর কন্যাকুমারীতে এক নির্বাচনী প্রচার সভায় প্রধানমন্ত্রী ২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার প্রসঙ্গ টেনে বলেন, "দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নি, কিন্তু আপনারা জানেন, আমাদের বীরেরা পুলওয়ামা এবং উরি হামলার পর কী কী করেছেন।" মোদী আরও বলেন, "এমন একটা সময় ছিল যখন খবরে আমরা পড়তাম, বায়ুসেনা ২৬/১১ কাণ্ডের পর সার্জিক্যাল স্ট্রাইক করতে চায়, কিন্তু তা হতে দেয় নি ইউপিএ সরকার। আজ খবরে পড়বেন, সশস্ত্র বাহিনীর হাতে যে কোনো পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে।"

গত সোমবার নয়া দিল্লিতে জাতীয় যুদ্ধ স্মারকের উদ্বোধনী অনুষ্ঠানেও কংগ্রেসকে রাফালে কাণ্ডে তাদের অবস্থান নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন মোদী। "বোফর্স কেলেঙ্কারি থেকে শুরু করে দুর্নীতিগ্রস্ত হেলিকপ্টার চুক্তি, পুরো টাকা পৌঁছে গেল যে পরিবারের কাছে, তারাই এখন মরিয়া চেষ্টা করছে যাতে ভারতের আকাশে না ওড়ে রাফালে বিমান," বলেন তিনি।

rahul gandhi narendra modi
Advertisment