Advertisment

ভারতের গণতন্ত্র ভেঙে গিয়েছে, মেহবুবার মুক্তির দাবিতে সোচ্চার রাহুল

"ভারতের গণতন্ত্র তখনই শেষ হয়ে গিয়েছিল যখন ভারত সরকার অবৈধভাবে রাজনৈতিক দলের নেতানেত্রীদের আটক করছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বন্দিদশা আরও তিন মাস বৃদ্ধি প্রসঙ্গে ফের মোদী সরকারের বিরুদ্ধে সরব হলেন রাহুল গান্ধী।

Advertisment

মেহবুবার মুক্তির দাবি তুলে এদিন রাহুল টুইটে লেখেন, "ভারতের গণতন্ত্র তখনই শেষ হয়ে গিয়েছিল যখন ভারত সরকার অবৈধভাবে রাজনৈতিক দলের নেতানেত্রীদের আটক করছিল। এখন সময় এসেছে মেহবুবা মুফতিকে ছেড়ে দেওয়ার।"

শুক্রবার জননিরাপত্তা আইনে মেহবুবার গৃহবন্দির মেয়াদ বাড়িয়েছে জম্মু কাশ্মীরের প্রশাসন। গত এক বছর ধরে বন্দি রয়েছেন পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান। গত বছর ৫ই অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে বিশেষ ধারা ৩৭০ বাতিল করে কেন্দ্র। তারপরই উপত্যকার অধিকাংশ রাজনাতিক দলের প্রধান সহ নেতাদের বন্দি করা হয়। জননিরাপত্তা আইনে ফারুক ও ওমর আবদুল্লার সঙ্গেই বন্দি করা হয় মেহেবুবা মুফতিকে। তবে তাঁরা ছাড়া পেলেও মুক্ত করা হল না এই নেত্রীকে।

প্রথমে গেস্ট হাউসে নজরবন্দি রাখা হলেও বর্তমানে বাড়িতেই নজরবন্দি রয়েছেন পিপলস ডেমোক্রেটিক দলের নেত্রী। উল্লেখ্য, জননিরাপত্তা আইনে কোনও ব্যক্তিকে দু’বছর পর্যন্ত বন্দি করে রাখা যায়।

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

rahul gandhi PM Narendra Modi
Advertisment