সম্প্রতি নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ৯৯ শতাংশ পণ্যকে নিয়ে আসা হবে ১৮ শতাংশ জিএসটি-র আওতায়। কেন্দ্রকে এই বিকল্পের কথা ভাবানোর জন্য নিজের দলের সদস্যদের বাহবা দিলেন কংগ্রেস সভাপতি।
দেরিতে হলেও কেন্দ্রের 'বোধোদয়' যে ইতিবাচক, তা স্বীকার করেছেন রাহুল গান্ধী। বলেছেন, "আমাদের যে ভাবনাকে মোদী 'পরম নির্বোধ ভাবনা' বলেছিলেন, শেষমেশ দেরিতে হলেও তা-ই প্রণয়ন করতে চলেছে কেন্দ্র"। কংগ্রেস প্রস্তাবিত জিএসটি কে 'গ্র্যান্ড স্টুপিড থট' আখ্যা দিয়ে ব্যঙ্গ করেছিলেন মোদী।
প্রসঙ্গত, এক দিন বাদেই শনিবার বৈঠক রয়েছে জিএসটি কাউন্সিলের। বুধবার পণ্য ও পরিষেবা করের কাঠামো আবার ঢেলে সাজানোর ইঙ্গিত দিয়েছেন নরেন্দ্র মোদী। বর্তমানে পণ্যের ওপর ৫টি স্ল্যাবে জিএসটি ধার্য করেছে কেন্দ্র। ০, ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ। সর্বোচ্চ স্ল্যাবটি ২৮ শতাংশের। মোদী জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব ৯৯ শতাংশ পণ্যের ওপর থেকে পণ্য ও পরিষেবা কর কমিয়ে ১৮ %-এ নিয়ে আসা হবে।
মোদী জানিয়েছেন, ‘‘জিএসটি চালুর আগে সারা দেশে ৬৫ লক্ষ নথিভুক্ত সংস্থা ছিল। জিএসটি চালুর পর সেই সংখ্যা আরও ৫৫ লক্ষ বেড়েছে। ৯৯ শতাংশ পণ্যকে আমরা ১৮ শতাংশ জিএসটি-র আওতায় নিয়ে আসার জন্য কাজ শুরু করেছি।’’
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে হারের পর, ২০১৯-এর লোকসভায় নিজেদের জমি ফিরে পাওয়ার জন্য মরিয়া বিজেপি। স্বভাবতই রাতারাতি কর সংস্কারের কথা ঘোষণা করলেন মোদী।
Read the full story in English