Advertisment

কংগ্রেস তপস্যার সংগঠন, বিজেপি-আরএসএস জোর করে পূজা করায়, অভিযোগ রাহুলের

দেশবাসীর তপস্যা অর্থাৎ কংগ্রেসকে শ্রদ্ধা করা উচিত। দেশবাসীর কী করা উচিত, তা জানাতে গিয়ে জানিয়েছেন কংগ্রেস নেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul_Gandhi

জনসভায় রাহুল গান্ধী

কংগ্রেস এক তপস্যার সংগঠন। আর, বিজেপি-আরএসএস জোর করে পূজার্চ্চনা করায়। তাঁর ভারত জোড়ো যাত্রার মধ্যেই এমন অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার রাহুল বলেন, 'কংগ্রেস ক্ষমতায় এল কি এল না', তা নিয়ে মোটেও তিনি ভাবিত নন। বরং, সরকারে থাকাকালীন দল কতটুকু করতে পেরেছে, তা নিয়েই কংগ্রেস বেশি ভাবছে। হরিয়ানার সামানায় 'ভারত জোড়ো যাত্রা'র ১১৪তম দিবস উপলক্ষে আয়োজিত সাংবাদিক বৈঠকে রাহুল এমনটাই জানিয়েছেন।

Advertisment

তাঁর এই 'ভারত জোড়ো' যাত্রার উদ্দেশ্য কী? এই প্রশ্নে কংগ্রেস নেতা জানিয়েছেন, এই পদযাত্রা তাঁর দলের সংস্কৃতি বদলে দিয়েছে। রাহুলের কথায়, 'আমি বুঝতে পেরেছি যে লড়াইটা কোনও রাজনৈতিক যুদ্ধ না। ওপরে ওপরে এটা একটা রাজনৈতিক যুদ্ধ। কিন্তু, বর্তমানে দেশে বদল আসছে। বিজেপি দেশের প্রতিষ্ঠানগুলো দখল করার পর থেকে এটা আর রাজনৈতিক যুদ্ধ নেই। এটা এখন আরেকটা যুদ্ধ। আপনি এটা ধর্মীয় মতাদর্শের লড়াই বলতে পারেন। কিন্তু, এটা আরও কোনওমতেই রাজনৈতিক লড়াই নয়।'

এরপরই রাহুল বলেন, 'কংগ্রেস এক তপস্যার সংগঠন। আর বিজেপি পূজার সংগঠন। যদি কংগ্রেস তপস্যা করে, আমরাও শক্তি অর্জন করতে পারি। তারা পূজার মাধ্যমে শক্তি অর্জন করেছে। পূজা দুই ধরনের হয়। আমি ভগবানের কাছে গিয়ে কিছু চাইলাম। কিন্ত, এক্ষেত্রে উদ্যোগটা সেই ব্যক্তিরই যে পূজা করে। আরএসএসের পুজোটা অন্যরকম। আরএসএস চায় তাদের পূজা যেন জোর করে চাপিয়ে দেওয়া হয়। মোদীজি চান যাতে সকলে তাঁর পূজা করে। তপস্যাই এর জবাব হতে পারে। আর, এই কারণে এই পদযাত্রা সফল। এই তপস্যা কোনও এক ব্যক্তি করছে না। লক্ষ লক্ষ ব্যক্তি করছে।'

আরও পড়ুন- নোটবন্দির সময়ে বদলেছে কোটি কোটি টাকা, অভিযুক্ত তৃণমূল নেতাদের নাম জানালেন শুভেন্দু

এরপরই রাহুল সাংবাদিকদের বলেন, 'মানুষের যে দক্ষতা রয়েছে, তার জন্য দেশবাসীর তপস্যাকে শ্রদ্ধা করা উচিত। কিন্তু, আরএসএস-বিজেপি বলছে যে যাঁরা আরএসএস-বিজেপিকে পূজা করে, তাঁরাই কেবল সম্মান পাবে। আরএসএস ও বিজেপি প্রতিষ্ঠান দখল করে, প্রত্যেকের মনে ভয় ঢুকিয়ে, গণমাধ্যমকে ভয় দেখিয়ে দেশকে জোর করে পূজার পথে ঠেলে দিচ্ছে। সেই জন্যই প্রধানমন্ত্রীকে কোনও কিছুর মুখোমুখি হতে হচ্ছে না। কেউ তাঁকে বেখাপ্পা প্রশ্ন করার সাহস পান না।'

Read full story in English

CONGRESS rahul gandhi bjp
Advertisment