Advertisment

কংগ্রেসশাসিত রাজস্থানে বিনিয়োগ আদানির, তিনি একচেটিয়াকরণের বিরুদ্ধে, সুর বদল রাহুলের

গান্ধীরাই সভাপতিদের নিয়ন্ত্রক, এই অভিযোগ প্রার্থীদের অপমান, কংগ্রেসে নির্বাচন প্রসঙ্গে মন্তব্য রাহুলের

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi

কংগ্রেস সভাপতি যেই হোন না-কেন, গান্ধী পরিবারই থাকবেন নিয়ন্ত্রণের ভূমিকায়। এমন অভিযোগ তুলছে বিজেপি। আর, এতে ক্ষুব্ধ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বর্তমানে 'ভারত জোড়' যাত্রায় গোটা দেশে ঘুরছেন রাহুল। যাত্রা চলাকালীন কর্ণাটকে এই প্রচার নিয়ে তিনি মুখ খুলেছেন। রাহুল জানান, এই রিমোট কন্ট্রোলের অভিযোগ, কংগ্রস সভাপতি পদপ্রার্থীদের জন্য অপমানজনক।

Advertisment

কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুর। এই প্রথম কংগ্রেস সভাপতি নির্বাচন প্রসঙ্গে মুখ খুললেন রাহুল গান্ধী। তিনি বলেন, 'প্রথম কথা একটা নির্বাচন হচ্ছে। আর, আমি এই ব্যাপারে কোনও মতামত দিতে চাই না। উভয় প্রার্থীই দৃঢ়চেতনাসম্পন্ন। সত্যি কথা বলতে কী, এই ধরনের অভিযোগ, তাঁদের উভয়ের জন্যই অপমানজনক।'

যাত্রাপথে তিনি যে গৌতম আদানির সমালোচনা করেছেন, তাঁকেই বিনিয়োগের জন্য রাজস্থানে স্বাগত জানিয়েছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এই প্রসঙ্গে রাহুল জানান যে তিনি, 'একচেটিয়া পুঁজিবাদের বিরোধী। কিন্তু, বিনিয়োগের বিরোধী' নন। সাংবাদিকদের তিনি বলেন, 'গৌতম আদানি রাজস্থানে ৬০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দিয়েছেন। কোনও মুখ্যমন্ত্রীই সেই প্রস্তাব ফিরিয়ে দেবে না।'

আরও পড়ুন- আপাতত সন্ধি ! হাইকমান্ড চুপচাপ, গেহলটও চলছেন নিজের মত

কার্যত গেহলটের পাশে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেন যে রাজস্থান সরকার কোনও শিল্পপতিকে অগ্রাধিকার দিয়ে সাহায্য করেনি। কংগ্রেস সরকার আদানিকে সাহায্য করার জন্য কোনও রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করেনি। এই প্রসঙ্গে রাহুল বলেন, 'আমার বিরোধিতা ছিল কারণ, বিজেপি সরকারের প্রতিটি ক্ষেত্রে এক বা দুই থেকে তিন জন শিল্পপতিকে একচেটিয়াভাবে সাহায্য করছে।'

এই প্রসঙ্গে রাহুল বলেন, 'আমি ব্যবসায়ী বা কর্পোরেটদের বিরুদ্ধে নই। আমি ভারতীয় ব্যবসার সম্পূর্ণ একচেটিয়াকরণের বিরুদ্ধে। আজ বিজেপি কিছু লোককে সাহায্য করে সমস্ত ব্যবসায় একচেটিয়াকরণ করছে। একটি রাজনৈতিক ব্যবস্থা যদি দুই বা তিনজনকে সাহায্য করার উদ্যোগ নেয়, তাহলে তা দেশেরই ক্ষতি করবে। আমি কয়েকজনকে সাহায্য করার জন্য রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে।'

Read full story in English

President rahul gandhi Election
Advertisment