Advertisment

কারাগারেই ঠাঁই রাহুলের? মানহানির মামলায় কী জানাল আদালত  

মোদীর পদবি ব্যবহার নিয়ে মানহানি মামলায় অভিযুক্ত রাহুল গান্ধী।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi Gujarat case, Rahul Gandhi news, Rahul Gandhi Modi surname case, Rahul Gandhi defamation case, Indian Express news

মানহানির মামলায় দোষী সাবস্ত রাহুল গান্ধী। সুরাট আদালতের বড় ঘোষণা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ২ বছরের সাজা ঘোষণা, সুরাট আদালতের। মোদীর পদবি ব্যবহার নিয়ে মানহানি মামলায় অভিযুক্ত রাহুল গান্ধী।

Advertisment

২০১৯সালের লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী কর্ণাটকের কোলারে অনুষ্ঠিত একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদীর পদবী নিয়ে মন্তব্য করেছিলেন। বৃহস্পতিবার সুরাট জেলা আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘পদবি নিয়ে মন্তব্য’ করার জন্য দোষী সাব্যস্ত করেছে। রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে সুরাটের আদালত। রাহুলের জামিনের আবেদনেরও শুনানি চলছে।

রাহুল অভিযোগ করেছিলেন, 'কেন সব চোরের একই পদবি মোদীই হয়?' রাহুলের এই মন্তব্যের বিরুদ্ধে বিজেপি বিধায়ক এবং গুজরাটের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদি একটি পিটিশন দায়ের করেছিলেন। এদিন আদালতে হাজির হয়ে রাহুল গান্ধী বলেছেন, 'আমার বক্তব্যে কারও ক্ষতি হয়নি'।

রাহুল গান্ধীর বক্তব্যের বিরুদ্ধে IPC-এর ৪৯৯ এবং ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়েছিল। এ মামলায় আজ তৃতীয়বারের মতো আদালতে হাজিরা দিয়েছেন কংগ্রেস সাংসদ। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএইচ ভার্মার ডিভিশন গত সপ্তাহে উভয় পক্ষের যুক্তি শুনেছিল এবং রায় ঘোষণার জন্য ২৩ শে মার্চ তারিখ নির্ধারণ করে। আজ শুনানি শেষে আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছে।

ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৪৯৯ এবং ৫০০ ধারার অধীনে দায়ের করা মামলায় রাহুল গান্ধী শেষবার ২০২১ সালের অক্টোবরে তার বক্তব্য রেকর্ড করার জন্য সুরাট আদালতে হাজির হয়েছিলেন। বৃহস্পতিবার সংসদের বাইরে আদালতের আদেশে প্রতিক্রিয়া জানিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন “রাহুল গান্ধী যাই বলুক না কেন তা সর্বদা কংগ্রেস দল এবং সমগ্র জাতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করে”।

যদিও কিছুসময় পরে আদালত কংগ্রেস নেতার জামিনের আবেদন মঞ্জুর করে। আগামী ৩০ দিনের জন্য আদালত তার রায়ের ওপর স্থগিতাদেশ জারি করে করে যাতে রাহুল গান্ধী সুরাট আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারেন। তবে আদালত রাহুল গান্ধীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

rahul gandhi
Advertisment