Advertisment

নারীবিদ্বেষী মন্তব্যের জেরে রাহুল গান্ধীকে নোটিশ মহিলা কমিশনের

নোটিসে বলা হয়েছে, “এ মন্তব্য নারীবিদ্বেষী, আপত্তিকর, অনৈতিক এবং সাধারণভাবেই মহিলাদের সম্মান ও মর্যাদার পক্ষে হানিকর।“

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে রাহুল গান্ধীকে

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নোটিস দিল জাতীয় মহিলা কমিশন। রাফাল নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন মহিলাকে রক্ষাকবচ হিসেবে ব্যবহার করেছেন, এই বক্তব্যের জেরে তাঁকে নোটিস পাঠানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন সম্পর্কে এই কথা বলেছিলেন রাহুল গান্ধী।

Advertisment

বুধবার রাহুল বলেন, “৫৬ ইঞ্চির ছাতিওয়ালা জনতার আদালত থেকে পালিয়ে বেড়াচ্ছেন এবং এক মহিলাকে বলছেন, সীতারামনজি, আমাকে বাঁচান। আমি নিজেকে বাঁচাতে পারব না। আপনারা দেখেছেন, আড়াই ঘন্টা ধরেও সে মহিলা ওঁকে বাঁচাতে পারেননি। আমি একটাই প্রশ্ন করেছি, যার জবাব হয় হ্যাঁ বা না-এ, কিন্তু উনি ওঁকে বাঁচাতে পারেননি।“

আরও পড়ুন, নাগরিকত্ব বিলে ‘আপত্তি’, বিজেপির ‘চাপ’ বাড়াচ্ছে উত্তর-পূর্বের আরও চার শরিক

এর কয়েক ঘন্টা পরেই আসরে নামেন মোদী স্বয়ং। তিনি বলেন, “আমাদের প্রতিরক্ষামন্ত্রী, একজন মহিলা সাংসদে বিরোধীদের উড়িয়ে দিয়েছেন, তাদের সব মিথ্যে ফাঁস করে দিয়েছেন... তাতে ওঁরা এতই রেগে গেছেন যে একজন মহিলাকে অপমান করতে শুরু করেছেন... একজন মহিলা প্রতিরক্ষামন্ত্রীকে অপমান করা শুরু করেছেন। এ শুধু প্রতিরক্ষামন্ত্রীর অপমান নয়, সারা দেশের নারীশক্তির অপমান, এর ফল ভুগতে হবে দায়িত্বজ্ঞানহীন নেতাদের।“

সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের জেরে এ ব্যাপারে স্বতঃপ্রণোদিত হয়ে কংগ্রেস সভাপতিকে নোটিস পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। নোটিসে বলা হয়েছে, “এ মন্তব্য নারীবিদ্বেষী, আপত্তিকর, অনৈতিক এবং সাধারণভাবেই মহিলাদের সম্মান ও মর্যাদার পক্ষে হানিকর।“

নোটিসে আরও বলা হয়েছে, “দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা করছে কমিশন। বিষয়টির গুরুত্ব অনুসারে এই নোটিস পাওয়ার পর আপনাকে কমিশনের কাছে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে।“

Read Full Story in English

PM Narendra Modi rahul gandhi Nirmala Sitharaman
Advertisment