Advertisment

‘ট্যাক্স তোলাবাজি চলছে!’ জ্বালানির দামবৃদ্ধিতে কেন্দ্রকে রাহুলের খোঁচা

Rahul Gandhi: ‘কেন্দ্র পেট্রোল-ডিজেলে ব্যাপক হারে কর না চাপালে পেট্রোল লিটারপ্রতি ৬৬টাকা এবং ডিজেল লিটারপ্রতি ৫৫ টাকা হতো।‘

author-image
IE Bangla Web Desk
New Update
Dalit girl rape case, HC asks Twitter to respond to plea for FIR against Mr Rahul Gandhi

রাহুল গান্ধি। ফাইল ছবি

Rahul Gandhi: জ্বালানির দামবৃদ্ধি ক্রমেই রেকর্ড গড়ছে দেশের মেট্রো শহরগুলোতে। কলকাতা ডিজেল সেঞ্চুরি ছুঁইছুঁই। পেট্রোল সর্বকালীন রেকর্ড টপকে ১০৬ টাকার কিছু বেশি। আর জ্বালানির এই অগ্নিমূল্যকে রবিবার তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। কেন্দ্রের সরকারের মদতে বেড়ে চলা জ্বালানির দামবৃদ্ধিকে ‘কর তোলবাজি’ কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ। ট্যুইট করে তিনি লেখেন, ‘সবকা বিনাশ, মুল্যবৃদ্ধির বিকাশ।‘ তাঁর দাবি, ‘কেন্দ্র পেট্রোল-ডিজেলে ব্যাপক হারে কর না চাপালে পেট্রোল লিটারপ্রতি ৬৬টাকা এবং ডিজেল লিটারপ্রতি ৫৫ টাকা হতো।‘

Advertisment

একইভাবে জ্বালানির দামবৃদ্ধির সমালোচনায় সরব কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। এদিকে, উৎসবের মরশুমে পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি অব্যাহত। বিশেষ করে পেট্রোল-ডিজেলের দামে লাগাম ছিঁড়েছে। প্রতিদিন দাম বাড়ছে এই দুই জ্বালানি তেলের। গত এক সপ্তাহ ধরে লাগাতার দাম বেড়েছে চলেছে পেট্রোল-ডিজেলের। আজ কলকাতায় জ্বালানি তেলের রেকর্ড দাম-বৃদ্ধি। উৎসবের মরশুমে জ্বালানির জ্বালায় জেরবার আমজনতা।

পেট্রোল-ডিজেলের পাশাপাশি এখন চড়া দামে কিনতে হচ্ছে ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারও। কলকাতায় ৯২৬ টাকায় মিলছে রান্নার গ্যাস। বাড়ির রান্নার গ্যাসের পাশাপাশি দাম বেড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারেরও। ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে ১৮০৫ টাকা ৫০ পয়সা।

পেট্রোপণ্যের ছ্যাঁকায় গায়ে ‘ফোস্কা’ আমজনতার। এমনিতেই করোনার জেরে ঘোর বিপাকে একটি বড় অংশের মানুষ। গত বছরের একটানা লকডাউনের জেরে বহু মানুষ কাজ খুইয়েছেন। সংসার চালাতে অনেকে অন্য পেশা বেছে নিতেও বাধ্য হয়েছেন। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই ছন্দে ফেরার চেষ্টায় আমজনতা। তবে সেই প্রচেষ্টায় প্রতি পদে আঘাত হানছে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। এক সপ্তাহ ধরে একটানা বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম।

জ্বালানি তেলের রেকর্ড দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে বাজার দরে। প্রতিদিন দৈনন্দিন সামগ্রী ও অন্যান্য জিনিস কিনতে গিয়ে তা হাড়েহাড়ে টের পাচ্ছে আমজনতা। পেট্রোলের দাম কয়েকমাস আগেই সেঞ্চুরি ছাড়িয়েছে।

 ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

rahul gandhi Modi Government Fuel Price Hike
Advertisment