Advertisment

মাস পয়লায় ২৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম! জ্বালানির দামবৃদ্ধিকে কটাক্ষ রাহুল গান্ধির

LPG Price Hike: তাঁর দাবি, ‘২০১৪ সালে ইউপিএ সরকারের শেষ সময়ে এলপিজির দাম ছিল ৪১০ টাকা প্রতি সিলিন্ডার।  এখন ৮৮৫ টাকা, অর্থাৎ ১১৬% বৃদ্ধি।'

author-image
IE Bangla Web Desk
New Update
Modi-Shah hit soul of Indias democracy Rahul Gandhi on Pegasus row

বিরোধী বৈঠকের পর সাবাদিকদের মুখোমুখি রাহুল গান্ধী। ফাইল ছবি

LPG Price Hike: মাস পয়লায় মধ্যবিত্তের হেঁশেলে আগুন ধরিয়েছে রান্নার গ্যাসের দাম। মঙ্গলবার মধ্যরাতে ২৫ টাকা বেড়ে এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় হয়েছে ৯১১ টাকা। সকাল থেকে এ নিয়ে একাধিক সমালোচনায় বিদ্ধ হয়েছেন মোদী সরকার। এবার কেন্দ্রকে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। তাঁর মন্তব্য, ‘দেশে এখনও জিডিপি বৃদ্ধি মানে পেট্রোল-ডিজেল এবং গ্যাসের দাম বৃদ্ধি।‘

Advertisment

ব্যাঙ্গের সুরে তিনি বলেন, ‘মোদিজি বলেন জিডিপি বাড়ছে। অর্থমন্ত্রী বলছেন জিডিপি রেখা ঊর্ধ্বমুখী। এখন আমি বুঝতে পারছি এটার মানে। জিডিপি বাড়ছে মানে গ্যাস, পেট্রোল, ডিজেল বাড়ছে।  এতদিনে বিভ্রান্তি দূর হয়েছে।‘ তাঁর দাবি, ‘২০১৪ সালে ইউপিএ সরকারের শেষ সময়ে এলপিজির দাম ছিল ৪১০ টাকা প্রতি সিলিন্ডার।  এখন ৮৮৫ টাকা, অর্থাৎ ১১৬% বৃদ্ধি। পেট্রোল ছিল ৭১.৫ পয়সা, আর এখন ১০১ টাকা। অর্থাৎ ৪২% বৃদ্ধি। সেইভাবেই পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দাম।‘

রাহুল গান্ধির অভিযোগ, ‘সরকার জ্বালানির দাম বাড়িয়ে ২৩ লক্ষ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। এখন মানুষের প্রশ্ন করা উচিত সেই টাকা গেল কোথায়?‘ এদিকে, গত দু’মাসে পাল্লা দিয়ে বেড়েছে ভর্তুকিহীন এবং ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম। দিল্লিতে ২৫ টাকা বেড়ে ১৪.২ কেজির দাম ৮৮৪.৫০ টাকা। পয়লা জুলাই সাড়ে ২৫ টাকা বেড়েছিল এই গ্যাসের দাম। তারপর পয়লা অগাস্ট এবং ১৮ অগাস্ট ২৫ টাকা সিলিন্ডার পিছু বেড়েছে ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম। মঙ্গলবার মধ্যরাতে ফের বেড়েছে রান্নার গ্যাসের দাম।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামেপড়তে থাকুন

rahul gandhi Price Hike Modi Government LPG Petrol-Diesel UPA Government
Advertisment