Advertisment

তিন দিনের গোয়া সফরে সোনিয়া ও রাহুল গান্ধী

প্রজাতন্ত্র দিবসে গোয়ায় গেলেন সোনিয়া ও রাহুল গান্ধী। সোনিয়া-রাহুলের গোয়া সফর নিতান্তই ‘ব্যক্তিগত’ বলে জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। দলের কারও সঙ্গে বৈঠক করছেন না তাঁরা।

author-image
IE Bangla Web Desk
New Update
sonia-rahul, সোনিয়া-রাহুল

সোনিয়া ও রাহুল গান্ধী। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

তিন দিনের গোয়া সফরে গেলেন সোনিয়া ও রাহুল গান্ধী। প্রজাতন্ত্র দিবসেই গোয়া গেলেন রাহুল-সোনিয়া। তবে তাঁদের সফর নিতান্তই ‘ব্যক্তিগত’ বলে জানা গিয়েছে। উল্লেখ্য, লোকসভা ভোটের আগে ক’দিন আগেই নিজের কেন্দ্র আমেঠিতে যান রাহুল গান্ধী। পাশাপাশি উনিশের ভোটযুদ্ধের আগে বোন প্রিয়াঙ্কাকে দলে এনে বিজেপির চিন্তা বাড়িয়েছেন সোনিয়া পুত্র। এদিকে খুড়তুতো ভাই বরুণ গান্ধীও কংগ্রেসে যোগ দিতে পারেন বলে বলে জল্পনা ছড়িয়েছে।

Advertisment

সোনিয়া-রাহুলের গোয়া সফর প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক শীর্ষ আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, আগামী ৩ দিন তাঁরা গোয়ায় থাকবেন। দক্ষিণ গোয়ার একটি পাঁচতারা হোটেলে উঠেছেন মা-ছেলে। গোয়ায় রাহুল-সোনিয়ার সফরের কথা নিশ্চিত করেছেন গোয়া কংগ্রেসের মুখপাত্র সুনীল কাওয়াথাঙ্কর। তিনি বলেছেন, দলের কারও সঙ্গে বৈঠক করছেন না রাহুল-সোনিয়া। সুনীল বলেছেন, ‘‘এটা সম্পূর্ণ ব্যক্তিগত সফর।’’

আরও পড়ুন, কংগ্রেসে বরুণ গান্ধী? ‘‘এমন কিছু শুনিনি’’, মন্তব্য রাহুলের

এদিকে, সোনিয়া গান্ধীর লোকসভা কেন্দ্র রায়বরেলি থেকে এবার প্রিয়াঙ্কা ভোটে লড়তে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। প্রিয়াঙ্কার সক্রিয় রাজনীতিতে যোগদানের পরই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এবার রায়বরেলি থেকে ভোটে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী? সূত্র মারফৎ জানা গিয়েছে, এবারের ভোটে রায়বরেলি থেকে লড়তে পারেন সোনিয়া কন্যা। পূর্ব উত্তরপ্রদেশে কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রিয়াঙ্কাকে। যে এলাকার মধ্যে পড়ছে মোদী গড় বারাণসী ও যোগী আদিত্যনাথের গোরক্ষপুর কেন্দ্র।

প্রিয়াঙ্কা গান্ধীর যোগদানের পরই কংগ্রেসে বরুণ গান্ধীর যোগদান নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। যদিও খুড়তুতো ভাইয়ের দলে যোগদান নিয়ে তিনি কিছু শোনেনই বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী।

CONGRESS rahul gandhi sonia gandhi
Advertisment