সাংসদ পদ ফিরে পাওয়ার মরিয়া লড়াই! ‘মোদী পদবী’ নিয়ে মন্তব্যের জেরে মানহানি মামলায় নিন্ম আদালতের সাজার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজ গুজরাট হাইকোর্টে শুনানি। সুরাট দায়রা আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী গুজরাট হাইকোর্টে আবেদন করেছেন আজ সেই আবেদনের শুনানি।
সুরাট দায়রা আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আবেদনের শুনানি হবে আজ গুজরাট হাইকোর্টে। ‘মোদী পদবী’ নিয়ে মন্তব্যের জেরে মানহানি মামলায় সুরাটের দায়রা আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কোন রক্ষাকবচ দেয়নিউ। দায়রা আদালত নিন্ম আদালতের রায়কেই বহাল রাখে। এরপরই হাইকোর্টে আবেদন করেন রাহুল গান্ধী।
উল্লেখ্য, দায়রা আদালতের আদেশের বিরুদ্ধে মঙ্গলবার গুজরাট হাইকোর্টে আবেদন করেছিলেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আইনজীবী চম্পানেরি বলেছেন, আদালত আগে বুধবার শুনানির অনুমতি দিয়েছিল। কিন্তু তিনি শুনানির আগেই বিচারক এই মামলা থেকে নিজেকে থেকে নিজেকে সরিয়ে নেন। এরপরই রাহুলের আদালতে অবিলম্বে শুনানির দাবি জানান।
২৩শে মার্চ, সুরাটের আদালত ২০১৯ সালের সালে রাহুল গান্ধীর করা মোদী পদবী নিয়ে মন্তব্যের জেরে তাঁকে দোষী সাব্যস্ত করেন। আদালত তাকে ৫০৪ নং ধারায় দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। রায় বাস্তবায়নের জন্য এক মাস সময়ওও দিয়েছিলেন আদালত। রায় ঘোষণার পরই জামিন পান রাহুল গান্ধী। রাহুল সুরাটের আদালতে পিটিশনও দাখিল করেছিলেন, যার মধ্যে একটি আদালত প্রত্যাখ্যান করেছে এবং দ্বিতীয় আবেদনের শুনানি ৩রা মে হবে।
রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন বিজেপি বিধায়ক ও গুজরাটের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদী। তিনি অভিযোগ করেছিলেন যে রাহুল গান্ধী তার মন্তব্যের মাধ্যমে পুরো মোদী সম্প্রদায়ের মানহানি করেছেন। রাহুল গান্ধীর বিরুদ্ধে IPC 499 এবং 500 (মানহানি) ধারায় মামলা দায়ের করা হয়।