পুলওয়ামা হামলা বিতর্কে মোদীর পর এবার অমিত শাহকেও টার্গেট করল কংগ্রেস। হামলা ঘটার পর থেকে ২৪ ঘণ্টা জুড়ে মোদী-শাহর কর্মসূচি প্রকাশ করে এবার সুর চড়ালেন রাহুল গান্ধীরা। শুক্রবার টুইটারে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘১৪ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ৩টেয় পুলওয়ামায় হামলা হয়। সেদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ তামিলনাড়ুতে একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অমিত শাহ। এরপর রাত সাড়ে ৮টায় কর্নাটকে একটি সভাতেও যোগ দিয়েছিলেন শাহ। পরের দিন সকাল সাড়ে ১০টায় 'বন্দে ভারত এক্সপ্রেসে'র যাত্রা শুরুর অনুষ্ঠানে ছিলেন মোদী।’’
উল্লেখ্য, পুলওয়ামার হামলার দিন প্রধানমন্ত্রী জিম করবেট পার্কে ‘নৌকায় চড়ে উদ্দেশ্যমূলক প্রচারের জন্য শুটিং করছিলেন’ বলে বৃহস্পতিবার চাঞ্চল্যকর দাবি করেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। কংগ্রেস মুখপাত্র কটাক্ষের সুরে বলেন, পুলওয়ামা হামলার জেরে যখন গোটা দেশ নাওয়া-খাওয়া ভুলে গিয়েছিল, তখন মোদী চা-সিঙ্গাড়া খাচ্ছিলেন।
আরও পড়ুন, “পুলওয়ামা হামলার সময় মোদী ক্যামেরার সামনে শুটিং করছিলেন”
![]()
কংগ্রেসের এহেন নিশানার পর আজ ফের একই ইস্যুতে টুইটারে সরব হন রাহুল গান্ধী। এদিন টুইটারে মোদীকে ‘প্রাইম টাইম মিনিস্টার’ বলে কটাক্ষ করে রাহুল লিখেন, ‘‘পুলওয়ামা জঙ্গি হামলার ৩ ঘণ্টা পরও প্রাইম টাইম মিনিস্টার ফিল্মের শুটিং চালিয়ে গিয়েছিলেন।’’ মোদী সরকারকে ‘ফটোশুট সরকার’ বলেও কটাক্ষ করেছেন রাগা। পাশাপাশি মোদীর শুটিংয়ের বেশ কয়েকটি ছবিও এদিন পোস্ট করেছেন কংগ্রেস সভাপতি।
আরও পড়ুন, সন্ত্রাস দমনে একতার সুর সর্বদল বৈঠকে
অন্যদিকে, রাহুলের টুইট-আক্রমণের পাল্টা জবাব দিতে আসরে নামে বিজেপিও। রাহুলকে পাল্টা নিশানা করে বিজেপি টুইটারে লিখেছে, ‘‘আপনার পেশ করা ভুয়ো খবর শুনতে শুনতে দেশবাসী ক্লান্ত। এসব ছবি শেয়ার করা বন্ধ করুন। আপনি বোধহয় পুলওয়ামা হামলার খবর আগেই জেনে গিয়েছিলেন। পরের বারের জন্য ভাল স্টান্ট করার চেষ্টা করুন, যেখানে কোনও জওয়ান থাকবেন না।’’
Read the full story in English