New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/Rahul-Gandhi.jpg)
Rahul Gandhi: কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
Amethi-Raebareli: ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা আমেঠি আসন থেকে সাংসদ ছিলেন রাহুল গান্ধী। ২০১৯ সালে বিজেপির স্মৃতি ইরানির কাছে পরাজিত হন রাহুল। অন্যদিকে ২০০৪ থেকে টানা রায়বরেলি আসন থেকে জিতে আসছেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। এবার সোনিয়াকে রাজ্যসভায় মনোনীত করেছে কংগ্রেস। তাই রায়বরেলি (Raebareli) আসন নিয়ে তৈরি হয় চূড়ান্ত অনিশ্চয়তা।
Rahul Gandhi: কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
Sonia Gandhi-Rahul Gandhi: মায়ের ছেড়ে যাওয়া রায়বরেলি আসন থেকেই প্রার্থী হলেন রাহুল গান্ধী। রায়বরেলি আসন থেকেই মনোনয়নপত্র জমা দিতে চলেছেন সোনিয়া-তনয়। এদিকে আমেঠি থেকে এবার আর গান্ধী পরিবারের কোন সদস্য লড়াইয়ে নেই। আমেঠি আসন থেকে কংগ্রেস কিশোর লাল শর্মাকে টিকিট দিয়েছে।
জল্পনা ছিল প্রিয়াঙ্কা গান্ধী রায়বরেলি আসন থেকে এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আমেঠি লোকসভা আসন থেকে লোকসভা ভোটে লড়তে চলেছেন। তবে শেষ মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী, কংগ্রেস প্রধানের অনুরোধ সত্ত্বেও রাহুল গান্ধী আমেঠি আসন থেকে লড়তে অস্বীকার করেছেন।
উল্লেখ্য, ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা আমেঠি আসন থেকে সাংসদ ছিলেন রাহুল গান্ধী। ২০১৯ সালে বিজেপির স্মৃতি ইরানির কাছে পরাজিত হন রাহুল। অন্যদিকে ২০০৪ থেকে টানা রায়বরেলি আসন থেকে জিতে আসছেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। এবার সোনিয়াকে রাজ্যসভায় মনোনীত করেছে কংগ্রেস। তাই রায়বরেলি (Raebareli) আসন নিয়ে তৈরি হয় চূড়ান্ত অনিশ্চয়তা।
আরও পড়ুন- দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল, যৌন নিগ্রহ কাণ্ডে বড় পদক্ষেপ JD(S)-এর
শেষ মুহূর্তে কংগ্রেসের তরফে জল্পনার অবসান ঘটিয়ে রায়বরেলি ও আমেঠিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী সকাল ১০টায় মনোনয়ন পেশ করবেন কিশোরী লাল শর্মা। তাঁর মনোনয়ন পেশের সময় তাঁর সঙ্গে থাকবেন রাহুল গান্ধী। এরপর দুপুর ১২ টায় রায়বরেলি আসনে ভোটে লড়ার জন্য মনোনয়ন পেশ করবেন কংগ্রেস নেতা রাহুল নিজে। এরই পাশাপাশি এবারেও কেরলের ওয়াইনাড থেকেও ভোটে লড়ছেন রাহুল। ইতিমধ্যেই সেই আসনে ভোট পর্ব শেষও হয়েছে।