Advertisment

সাংসদ পদ ফিরে পেয়ে প্রথমবারের জন্য নিজের সংসদীয় এলাকায় রাহুল, জমকালো সংবর্ধনার প্রস্তুতি

কংগ্রেস নেতা রাহুল গান্ধী দুই দিনের সফরে শনিবার (১২ আগস্ট) তার সংসদীয় এলাকা ওয়ানাড়ে পৌঁছেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Malda Congress Rahul Gandhi Bharat Jodo Nyay Yatra

রাহুল গান্ধী।

সাংসদ পদ ফিরে পেরে এই প্রথমবার নিজের সংসদীয় এলাকা ওয়ানাড়ে যাচ্ছেন রাহুল গান্ধী। জোরদার প্রস্তুতি কংগ্রেসের। সুপ্রিম কোর্ট সাজা স্থগিত করার পরে রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হয়। এরপর লোকসভায় অনাস্থা প্রস্তাব বিতর্কে অংশ নেন তিনি। বিতর্কে অংশ নিয়ে মণিপুর ইস্যুতে মোদীকে নিশানা করেন।

Advertisment

কংগ্রেস নেতা রাহুল গান্ধী দুই দিনের সফরে শনিবার (১২ আগস্ট) তার সংসদীয় এলাকা ওয়ানাড়ে পৌঁছেছেন। সম্প্রতি সাংসদ পদ ফিরে পাওয়ার পর এটিই রাহুলের প্রথম সফর ওয়ানাড় সফর। রাহুল গান্ধীর সফর ঘিরে কংগ্রেসের কেরালা ইউনিটে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।

মোদী পদবী মানহানি মামলায় সুপ্রিম কোর্ট সাজা স্থগিত করার পরে সোমবার (৭ আগস্ট) রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হয়। তিনি মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মণিপুর নিয়ে কেন্দ্রকে কোণঠাসা করেন।

মোদী পদবী মানহানি মামলায়, সুরাটের সিজেএম আদালত এই বছরের ২৩ শে মার্চ রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ, যার কারণে তার সাংসদ পদ বাতিল করা হয়। চার মাসেরও বেশি সময় পর গত ৪ আগস্ট সাজা স্থগিত করার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।

কেরল কংগ্রেস জমকালো সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে

রাহুল গান্ধীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ওয়ানাড় জেলা কংগ্রেস কমিটি। শনিবার বিকেল সাড়ে ৩টায় কালপেট্টার নতুন বাসস্ট্যান্ড কমপ্লেক্সে তাকে স্বাগত জানানোর কর্মসূচি রাখা হয়েছে। এই উপলক্ষে রাহুল গান্ধী কাইথাঙ্গু প্রকল্পের অধীনে নির্মিত বাড়ির চাবি সুবিধাভোগীদের হাতে তুলে দেবেন।

রবিবার, সফরের দ্বিতীয় দিনে, রাহুল গান্ধী দুপুর ১২টায় জেলার নাল্লুরনাডুর আম্বেদকর মেমোরিয়াল ক্যান্সার সেন্টারে একটি হাই-টেনশন ট্রান্সফরমারের উদ্বোধন করবেন। রবিবার নিজেই, তিনি কোঝিকোড় জেলার কোডানচেরিতে কমিউনিটি প্রতিবন্ধী ব্যবস্থাপনা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এর আগে রাহুল গান্ধী ১১ এপ্রিল ওয়ানাড় সফরে গিয়েছিলেন। সেই সময় সাংসদ পদ বাতিল নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেন। রাহুল গান্ধী বলেছিলেন, 'আমার সংসদ সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে, আমার বাড়ি কেড়ে নেওয়া হয়েছে। তারা পুলিশকে আমার পিছনে লাগিয়েছে। কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমি ভারত ও ওয়ানাড়ের মানুষের সমস্যা তুলে ধরব’।

বিজেপিকে নিশানা করে রাহুল গান্ধী বলেছিলেন, 'এমপি শুধু একটা ট্যাগ। এটি এমন একটি পোস্ট যাতে বিজেপি ট্যাগটি মুছে ফেলতে পারে, তারা পদটি নিতে পারে, তারা বাড়ি নিতে পারে এবং এমনকি তারা আমাকে জেলে পুরতে পারে, কিন্তু তারা আমাকে ওয়ানাডের জনগণের প্রতিনিধিত্ব করা থেকে আটকাতে পারে না। এখন রাহুল গান্ধী সাংসদ হিসাবে পুনর্বহাল হওয়ার পরে ওয়ানাড়ে পৌঁছেছেন, তাই আশা করা হচ্ছে তিনি আবারও বিজেপিকে মণিপুর ইস্যুতে আক্রমণ করবেন।

rahul gandhi
Advertisment