/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/rahul-gandhi-news-news-759.jpg)
রাহুল গান্ধী। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
‘আমাদের ভবিষ্যৎকে পুড়িয়ে মারা হয়েছে এখানে’, দিল্লিতে হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকা পরদির্শনে গিয়ে এ ভাষাতেই সরব হলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বুধবার ব্রিজিপুরি এলাকায় একটি আগুনে ক্ষতিগ্রস্ত স্কুলে গিয়ে কংগ্রেস সাংসদ বলেন, ‘‘ঘৃণা ও হিংসা সব ধ্বংস করে দিয়েছে’’। এ প্রসঙ্গে সোনিয়া পুত্র আরও বলেন, ‘‘ভারত ভাগ হয়ে যাচ্ছে । এতে কারও লাভ হচ্ছে না’’।
Delhi: Rahul Gandhi and other Congress leaders leave for violence-affected areas of North East Delhi. #DelhiViolencepic.twitter.com/q2YPcWCD0I
— ANI (@ANI) March 4, 2020
রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল এদিন দিল্লিতে হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যায়। রাহুলের সঙ্গে ছিলেন অধীর চৌধুরী, রণদীপ সিং সুরজেওয়ালা-সহ অন্যরা। উল্লেখ্য, উত্তর-পূর্ব দিল্লিতে হিংসায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনা জখমের সংখ্যা দুশোরও বেশি।
"Violence benefits no one. It only harms the people and Bharat Mata": Shri @RahulGandhi.
Mr. Gandhi leads a delegation of Congress MPs to riot hit areas in North-East Delhi. #CongressUnitesIndiapic.twitter.com/X9xkxrRFLr
— Congress (@INCIndia) March 4, 2020
আরও পড়ুন: শুক্রবারই দিল্লি হিংসা মামলার শুনানি, হাইকোর্টকে সুপ্রিম নির্দেশ
The violence today in Delhi is disturbing & must be unequivocally condemned. Peaceful protests are a sign of a healthy democracy, but violence can never be justified. I urge the citizens of Delhi to show restraint, compassion & understanding no matter what the provocation.
— Rahul Gandhi (@RahulGandhi) February 24, 2020
এর আগে, দিল্লিতে হিংসার ঘটনায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছিলেন রাহুল। এ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ বলেছিলেন, শন্তিপূর্ণ আন্দোলন গণতন্ত্রের প্রতীক, কিন্তু হিংসা কোনওভাবেই বরদাস্ত করা যায় না। এদিকে, দিল্লি হিংসার ঘটনায় সংসদে আলোচনার দাবিতে সোচ্চার কংগ্রেস। এ নিয়ে সংসদে সরবও হয় কংগ্রেস নেতৃত্ব।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে,পড়তে থাকুন