Advertisment

‘ভারত ভাগ হয়ে যাচ্ছে’, দিল্লির হিংসা কবলিত এলাকা দেখে বললেন রাহুল

রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল এদিন দিল্লিতে হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যায়। রাহুলের সঙ্গে ছিলেন অধীর চৌধুরী, রণদীপ সিং সুরজেওয়ালা-সহ অন্যরা।

author-image
IE Bangla Web Desk
New Update
rahul gandhi northeast delhi, রাহুল গান্ধী, রাহুল গান্ধি, রাহুল, দিল্লি হিংসা, congress, delhi, delhi news, delhi violence latest news, দিল্লি হিংসা প্রসঙ্গে রাহুল, delhi riots, delhi riotes news, delhi news live, violence in delhi today, caa, caa protest, caa protest today

রাহুল গান্ধী। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

‘আমাদের ভবিষ্যৎকে পুড়িয়ে মারা হয়েছে এখানে’, দিল্লিতে হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকা পরদির্শনে গিয়ে এ ভাষাতেই সরব হলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বুধবার ব্রিজিপুরি এলাকায় একটি আগুনে ক্ষতিগ্রস্ত স্কুলে গিয়ে কংগ্রেস সাংসদ বলেন, ‘‘ঘৃণা ও হিংসা সব ধ্বংস করে দিয়েছে’’। এ প্রসঙ্গে সোনিয়া পুত্র আরও বলেন, ‘‘ভারত ভাগ হয়ে যাচ্ছে । এতে কারও লাভ হচ্ছে না’’।

Advertisment

রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল এদিন দিল্লিতে হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যায়। রাহুলের সঙ্গে ছিলেন অধীর চৌধুরী, রণদীপ সিং সুরজেওয়ালা-সহ অন্যরা। উল্লেখ্য, উত্তর-পূর্ব দিল্লিতে হিংসায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনা জখমের সংখ্যা দুশোরও বেশি।

আরও পড়ুন: শুক্রবারই দিল্লি হিংসা মামলার শুনানি, হাইকোর্টকে সুপ্রিম নির্দেশ

এর আগে, দিল্লিতে হিংসার ঘটনায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছিলেন রাহুল। এ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ বলেছিলেন, শন্তিপূর্ণ আন্দোলন গণতন্ত্রের প্রতীক, কিন্তু হিংসা কোনওভাবেই বরদাস্ত করা যায় না। এদিকে, দিল্লি হিংসার ঘটনায় সংসদে আলোচনার দাবিতে সোচ্চার কংগ্রেস। এ নিয়ে সংসদে সরবও হয় কংগ্রেস নেতৃত্ব।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment