/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/Rahul_Gandhi-1.jpg)
ছবি সৌজন্য- এএনআই
'এমপি একটা ট্যাগমাত্র। বিজেপি আমাকে আটকাতে পারবে না।'- সাংসদ পদ খারিজ হওয়ার পর তাঁর প্রথম ওয়ানাদ সফরে এমনটাই বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক বিরাট জনসভায় দলীয় কর্মী ও সমর্থকদের রাহুল বলেন, 'এমপি বা সাংসদ হওয়া কেবলমাত্র একটা ট্যাগ বা পদ মাত্র। আমাকে তারা বাড়িতেই আটকে রাখতে পারে। অথবা, জেলেও রাখতে পারে। কিন্তু, ওয়ানাদের প্রতিনিধিত্ব করা থেকে তারা আমাকে কিছুতেই আটকাতে পারবে না।'
My relationship with the people of Wayanad is never going to change! ❤️ pic.twitter.com/2NzgNKm4Cc
— Congress (@INCIndia) April 11, 2023
প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে রাহুল কালপেট্টায় একটি মহামিছিলও করেন। হুডখোলা ট্রাকে চেপে জনসমুদ্রের মধ্যে দিয়ে রাহুল তাঁর মিছিল নিয়ে গিয়েছেন। গতমাসেই ওয়ানাদের সাংসদ পদ থেকে রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা করেছিল লোকসভার সচিবালয়। 'মোদী' পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছিল। সেই মামলাতেই নিম্ন আদালত রাহুল গান্ধী দু'বছরের কারাদণ্ড দিয়েছে। তবে, উচ্চ আদালতে আবেদনের সুযোগ দিয়ে কয়েকমাস পরে কারাদণ্ডের নির্দেশ কার্যকর হবে বলে জানিয়েছে। সেই নির্দেশের পরদিনই রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেয় লোকসভার সচিবালয়।
মঙ্গলবারা ওয়ানাদে দলের সদস্য-সমর্থকদের রাহুল জানান, বিজেপি নেতৃত্ব সংসদে তাঁর সম্পর্কে মিথ্যা কথা বলেছেন। তাঁকে সংসদে কথাই বলতে দেওয়া হয়নি। এই অভিযোগ জানানোর পাশাপাশি, রাহুল ওয়ানাদবাসীকে আশ্বাস দেন, বিজেপি নেতৃত্ব যতই তাঁর সমালোচনা করুক না-কেন, তিনি অচল থাকবেন। আর, দেশবাসীর সমস্যার কথা নিশ্চিতরূপে তুলে ধরবেন। একইসঙ্গে রাহুল জানিয়ে দেন, সাংসদ পদে তিনি অযোগ্য ঘোষিত হলেও, ওয়ানাদবাসীর সঙ্গে তাঁর সম্পর্ক অটুট থাকবে। রাহুলের ভাষায়, 'তারা আমাকে যতই আক্রমণ করুক না-কেন, আমি বারবার একই কথা বলতে থাকব। কিন্তু, আমি কিছুতেই থামব না।'
আরও পড়ুন- অনশনে বসার আগেই হাইকমান্ডের কড়া বার্তা পাইলটকে, চরম হুঁশিয়ারি কংগ্রেসের
জনসভায় ওয়ানাদবাসীকে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, তাঁর ভাইকে গোটা কেন্দ্রীয় সরকার আক্রমণ করছে। মন্ত্রীরা আক্রমণ করছেন। তাঁর একমাত্র দোষ যে তিনি শুধু প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। কালপেট্টার মহামিছিলে কংগ্রেস কর্মীদের হাতে দলীয় পতাকার বদলে ছিল জাতীয় পতাকা। তাঁরা দেশের স্বার্থে লড়ছেন। একথা বোঝাতেই দলীয় পতাকার বদলে জাতীয় পতাকা হাতে তুলে নিয়েছিলেন কংগ্রেস কর্মীরা।