Advertisment

পুণ্যলাভের রাজনীতি! শেষ পর্যন্ত আর পাঁচ জনের মত থালা-বাসনও ধুতে হত রাহুলকে

অনুগামীরা অবশ্য বেজায় খুশি।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi

সোমবার ভোরে রাহুল গান্ধী স্বর্ণ মন্দির পরিদর্শন করেন। (এক্সপ্রেস ছবি)

তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধীর প্রাণহানির পিছনে ছিল পঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরে সেনা অভিযান। এবার সেই স্বর্ণমন্দির ঘুরে দেখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 'ব্যক্তিগত এবং আধ্যাত্মিক সফর' করতেই সোমবার স্বর্ণমন্দিরে যান কংগ্রেস নেতা। সেখানে তিনি মন্দির পরিদর্শন করেন। গুরুবাণী কীর্তন শোনেন। শিখ সম্প্রদায়ের সেবাকার্যে অংশগ্রহণ করেন। অন্য শিখ ভক্তদের মতই নীল কাপড়ে মাথা ঢেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। স্থানীয় কংগ্রেস নেতাদের দাবি, রাতে অমৃতসর শহরে কাটানোর পরিকল্পনাও করেছেন রাহুল গান্ধী।

Advertisment
publive-image

পঞ্জাবে কংগ্রেসের জমানা এখন অতীত। এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর অমৃতসর স্বর্ণমন্দির সফর ঘিরে পঞ্জাবের কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আবেগের সৃষ্টি হয়েছিল। পঞ্জাব কংগ্রেসের সভাপতি রাজা ওয়ারিং সোশ্যাল মিডিয়া এক্স-এ সোমবার সকালেই পোস্ট করে দেন, 'রাহুল গান্ধী অমৃতসর সাহেবে আসছেন সত্যখণ্ড শ্রী হরমন্দির সাহেবে প্রণাম জানাতে। এটি তাঁর একান্তই ব্যক্তিগত এবং আধ্যাত্মিক সফর। আসুন তাঁর গোপনীয়তাকে সম্মান করি। দলের সকল কর্মীদের কাছে অনুরোধ, তাঁরা যাতে রাহুল গান্ধীর এই সফরে তাঁর সঙ্গে দেখা করতে না-আসেন। আপনারা সকলেই আত্মিকভাবে তাঁর সঙ্গে জড়িত। পরের বার তাঁর সঙ্গে দেখা করতে পারবেন।'

আরও পড়ুন- নাসিকে পেঁয়াজ বিক্রেতাদের ধর্মঘট: কী চাইছেন বিক্রেতারা, পেঁয়াজের দাম কি বাড়বে?

স্থানীয় কংগ্রেস নেতা ভগবন্তপাল সিং সাচার বলেন যে রাহুল গান্ধী একটি চার্টার্ড বিমানে অমৃতসর শহরে এসেছিলেন। তিনি তাঁর রাত্রি যাপনের জন্য শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি) পরিচালিত একটি হোটেলে রুমও বুক করেছেন। সাচার জানিয়েছেন, এবছর জানুয়ারিতে 'ভারত জোড়ো' যাত্রার সময়ও রাহুল গান্ধী দরবার সাহিবে এসেছিলেন। সাচার আরও বলেন, 'অতিরিক্ত, দরবার সাহেবের কাছে একটি ব্যক্তিগত হোটেলে তাঁর জন্য রুম বুক করা আছে। যদিও রাহুল গান্ধীর জন্য এসজিপিসি ইন-এ শুধুমাত্র একটি কক্ষ বুক করা আছে, তাঁর নিরাপত্তা কর্মীদের আরও কক্ষের প্রয়োজন হতে পারে, তাই ব্যক্তিগত হোটেলে বিকল্প ব্যবস্থা করা হয়েছে।'

rahul gandhi Indira Gandhi Amritsar
Advertisment