ভারত জোড়ো যাত্রা স্থগিত করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী রবিবার নিজের সংসদীয় এলাকা ওয়ানাডে গিয়েছেন। সেখানে দাঁতালের আক্রমণে নিহত বনকর্মী আজেশের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা। সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে সেই ভিডিওও।
হাতির হানায় নিহত হয়েছেন এক বনকর্মী। সেই ঘটনায় মর্মাহত রাহুল গান্ধীও। তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রা স্থগিত রেখে ওয়ানাড উড়ে গিয়েছেন তিনি। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইটবার্তায় লিখেছেন, "ওয়ানাডে রাহুল গান্ধীর উপস্থিতি জরুরি। তিনি আজ বিকাল ৫টায় বারাণসী থেকে রওনা হয়েছেন। ভারত জোড়া ন্যায় যাত্রা ১৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় প্রয়াগরাজে আবার শুরু হবে।"
শুক্রবার সকালে কোঝিকোড় মেডিকেল কলেজে একটি বন্য হাতির আক্রমণে গুরুতর আহত এক বনকর্মীর মৃত্যু হয়। বন বিভাগের এক কর্মকর্তা বলেছেন যে নিহত বনকর্মী একজন ইকো-ট্যুরিজম গাইড ছিলেন। এই অঞ্চলে ক্রমবর্ধমান বন্য প্রাণীর আক্রমণের প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দলগুলির ডাকা বন্ধ শনিবার হিংসাত্মক রূপ নেয়।