scorecardresearch

যেখানে পড়েছেন, সেই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েই বক্তৃতা দিতে যাচ্ছেন রাহুল

ফিরেই যোগ দেবেন দলের পূর্ণাঙ্গ অধিবেশনে।

bharat jodo yatra rahul gandhi kashmir, 'গ্রেনেড নয়, কাশ্মীরিরা দিয়েছেন ভালবাসা-ভরা হৃদয়', সতর্কবাণী তুচ্ছ করে দাবি রাহুলের

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী চলতি মাসের শেষের দিকে ব্রিটেন সফর করবেন। সঙ্গে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলে তিনি একটি বক্তৃতাও দেবেন। ব্রিটেনে তাঁর সফর সম্পর্কে তথ্য শেয়ার করে গান্ধী বলেছেন যে তিনি নিজে যে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েছেন, সেখানে বক্তৃতা দেওয়ার জন্য মুখিয়ে আছেন। আর, সেখানে তিনি ভূ-রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং গণতন্ত্রের বিষয়ে বক্তব্য রাখবেন।

এই প্রসঙ্গে গান্ধী টুইট করেছেন, ‘আমার শিক্ষাপ্রতিষ্ঠান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সফর এবং কেমব্রিজ জজ বিজনেস স্কুলে বক্তৃতা দেওয়ার জন্য মুখিয়ে আছি।’ এই সফর সম্পর্কে বিস্তারিত জানিয়ে রাহুলের টুইট, ‘ভূ-রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, বিগ ডেটা এবং গণতন্ত্রের মত বিভিন্ন ক্ষেত্রে কিছু বৃহৎ মনের সঙ্গে যুক্ত থাকতে পেরে খুশি।’

অন্য টুইটে কেমব্রিজ জজ বিজনেস স্কুলও জানিয়েছে, এমাসের শেষের দিকে গান্ধীকে পুনরায় স্বাগত জানাতে পেরে তারা উচ্ছ্বসিত। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘তিনি কেমব্রিজ এমবিএ-তে বক্তৃতা দেবেন এবং রুদ্ধদ্বার এক পর্বে বৃহৎ তথ্য এবং গণতন্ত্র আর ভারত-চিন সম্পর্ক নিয়ে শ্রুতি কপিলার সঙ্গে আলোকপাত করবেন। এর আয়োজন করছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি ফ্যাকাল্টি আর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জিওপলিটিকস, বেনেট ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি।’

আরও পড়ুন- সাংঘাতিক কান্ড! কুমন্তব্যের জেরে ফ্যাসাদে মন্ত্রী, বাধ্য হলেন বিধানসভায় ক্ষমা চাইতে

চলতি মাসের শেষের দিকেই ছত্তিশগড়ের রায়পুরে হতে চলেছে কংগ্রেসের ৮৫তম পূর্ণাঙ্গ অধিবেশন। ২৪ ফেব্রুয়ারি এই অধিবেশন শুরু হবে। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সেখানেও বক্তৃতা দেবেন রাহুল। ওই অধিবেশনে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কৌশল স্থির করবে কংগ্রেস। পাশাপাশি, ওই পূর্ণাঙ্গ অধিবেশনে বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়েও আলোচনা হবে বলেই কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।

সম্প্রতি সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়িয়ে সংবাদ শিরোনামে এসেছেন রাহুল গান্ধী। সেই সুর চড়ানোর প্রেক্ষিতে রাহুলের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিসও জারি করেছিলেন বিজেপির দুই সাংসদ। তার জবাব ইতিমধ্যেই স্পিকারকে দিয়ে দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল।

Read full story in English

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Rahul gandhi will deliver lecture at cambridge university