Advertisment

কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তার দাবি, মোদীকে কড়া চিঠি রাহুলের

কাশ্মীরি পণ্ডিতরা উপত্যকায় বারবার টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছেন, তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

author-image
IE Bangla Web Desk
New Update
rahul Gandhi,PM Modi,Rahul Gandhi letter,Rahul Gandhi PM Modi kashmiri Pandit,Rahul Gandhi new,Rahul Gandhi latest new"

টার্গেট কিলিংয়ের শিকার কাশ্মীরি পণ্ডিতরা, এবার তাদের নিরাপত্তার জন্য কেন্দ্রকে চিঠি দিলেন কংগ্রেস্নেতা রাহুল গান্ধী। কাশ্মীরি পণ্ডিতরা উপত্যকায় বারবার টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছেন, তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবিষয় নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে একটি চিঠিও লিখেছেন।

Advertisment

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কাশ্মীর উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখেছেন। তার চিঠিতে, রাহুল গান্ধী জম্মু ও কাশ্মীরে টার্গেট কিলিং নিয়ে কাশ্মীরি পণ্ডিতদের উদ্বেগ দ্রুত সমাধান করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন।

ভারত জোড়ো যাত্রার সময় কাশ্মীরি পণ্ডিতদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর, রাহুল গান্ধী কাশ্মীরি পন্ডিতদের উদ্বেগ দূর করার জন্য এবং তাদের নিরাপত্তার গ্যারান্টি দিতে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী মো্দীকে অনুরোধ করেন।

রাহুল গান্ধী তার চিঠিতে লিখেছেন, "প্রধানমন্ত্রী, ভারত জোড়ো যাত্রার সময়, কাশ্মীরি পণ্ডিতদের একটি প্রতিনিধিদল আমার সঙ্গেদেখা করে এবং আমাকে তাদের দুঃখজনক অবস্থার কথা জানায়। সন্ত্রাসবাদীদের টার্গেটে পরিণত হচ্ছেন কাশ্মীরি পণ্ডিতরা।কাশ্মীরি পণ্ডিতদের কোনো নিরাপত্তা গ্যারান্টি ছাড়াই উপত্যকায় যেতে বাধ্য করা একটি নিষ্ঠুর পদক্ষেপ। আশা করি এ ব্যাপারে আপনি ও আপনার সরকার যথাযথ পদক্ষেপ নেবেন।

চিঠি্তে রাহুল গান্ধী দাবি করেন, কাশ্মীরি পণ্ডিতদের প্রতি জম্মু ও কাশ্মীর প্রশাসনের মনোভাব সংবেদনশীল। সন্ত্রাসবাদীরা কাশ্মীরি পন্ডিতদের টার্গেট করে উপত্যকায় ভয় ও হতাশার পরিবেশ তৈরি করেছে," ।

modi rahul gandhi Kashmiri Pandits
Advertisment