scorecardresearch

‘ভারতকে অপমান করেছেন মোদী নিজেই’, বিতর্ক উস্কে আরও একবার সুর চড়ালেন রাহুল গান্ধী

লন্ডনে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ফের মোদীকে নিশানা করেন তিনি

Rahul Gandhi, Congress, Narendra Modi, BJP, Rahul Gandhi Attack on BJP, Rahul Gandhi Attack on Narendra Modi, Rahul Gandhi Bharat Jodo Yatra, Bharat Jodo Yatra, Income Tax Raid

‘ভারতকে অপমান করেছেন প্রধানমন্ত্রী মোদী নিজেই’, লন্ডনে রাহুল গান্ধী বললেন “আমার দাদু-ঠাকুমাকেও অপমান করা হয়েছে”। ফের একবার বিদেশের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মো্দী নিজেই ভারতকে অপমান করছেন। আমার দাদু-ঠাকুমাকেও অপমান করা হয়েছে’। লন্ডনে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন রাহুল গান্ধী। সেসময় আরও একবার রাহুল গান্ধীর নিশানায় প্রধানমন্ত্রী মোদী। সেই সঙ্গে বিজেপির বক্তব্যেরও পাল্টা জবাব দিয়েছেন তিনি।

তিনি বলেন, মোদী নিজেই বলেছেন যে গত ৬০ থেকে ৭০ বছরে দেশের জন্য কিছুই করা হয়নি। তিনি প্রত্যেক ভারতীয় সেই সঙ্গে তিনি আমারা দাদু-ঠাকুমাকেও অপমান করেছেন, বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারত সম্পর্কে এই কথা বলা মোদীর একেবারেই উচিত ছিল না বলেই মনে করেন কংগ্রেস সাংসদ।

লন্ডনে ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে রাহুল গান্ধী বিজেপির অভিযোগে পাল্টা আঘাত করেন, বিজেপির বিরুদ্ধে ভারতের মানহানি করার অভিযোগ তোলেন তিনি। শুধু তাই নয়, এই সময়ে তিনি তাঁর ভারত জোড়া যাত্রাকে বিজেপির তিন দশকের পুরনো রথযাত্রার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, বিজেপিও রথযাত্রা বের করেছিল। দুটোর মধ্যে পার্থক্য আছে। সেই যাত্রার কেন্দ্র ছিল একটি রথ যা রাজার প্রতীক। আমাদের ভারত জোড়ো যাত্রা ছিল আপামোর দেশের জনসাধারণের কন্ঠস্বর।

রাহুলকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনি কি পরবর্তী প্রধানমন্ত্রী প্রার্থী হবেন? এ বিষয়ে তিনি বলেন, “এ বিষয়ে এখনও কোন আলোচনা হয়নি। আমাদের একটাই লক্ষ্য, বিজেপি এবং আরএসএসকে পরাস্ত করা। তিনি স্পষ্টভাবে বলেছেন যে তিনি কেমব্রিজের বক্তৃতায় কখনও তিনি ভুল কিছু বলেননি। বিজেপি সব কিছুকেই বিকৃত করতে পছন্দ করে”।

কেমব্রিজে রাহুল গান্ধীর ভাষণ নিয়ে বিতর্ক থামার নামই নিচ্ছে না। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাহুল গান্ধীর এই বক্তব্যের জবাব দিয়েছেন। রাহুল গান্ধীর যাবতীয় অভিযোগের জবাব দিয়েছেন টুইটারে হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন, “কেমব্রিজে রাহুল গান্ধীর বক্তৃতা শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করার আছিলায় বিদেশের মাটিতে আমাদের দেশকে অপমান করার একটি নির্লজ্জ প্রচেষ্টা ছাড়া কিছুই ছিল না।”

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Rahul gandhis counter attack on bjp says he who questions the government attacks the prime minister also insulted the country