মাসুদ আজহারকে নিয়ে এবার একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি শুরু হল কংগ্রেস ও বিজেপির মধ্যে। জইশ-এ-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে ‘জি’ বলে সম্বোধন করেছেন রাহুল গান্ধী। ভোটের বাজারে যা অমিত শাহদের কাছে এই মুহূর্তে কার্যত হাতিয়ার। রাহুলের ‘মাসুদ আজহার জি’ মন্তব্য নিয়ে এবার উঠেপড়ে লেগেছে পদ্মবাহিনী। জইশ প্রধানকে ‘জি’ বলে সম্বোধন করায় আদতে রাহুল বুঝিয়েছেন, তিনি ‘জঙ্গিদের ভালবাসেন’। এ ভাষাতেই মুখর হয়েছে বিজেপি নেতৃত্ব।
দলীয় কর্মীদের সভায় বিজেপিকে আক্রমণ করে রাহুল বলেছেন, ‘‘ওঁদের ৫৬ ইঞ্চির ছাতি। আপনারা মনে করে দেখুন, আগের সরকারের আমলে, মাসুদ আজহারের সঙ্গে বিমানে চড়েছিলেন বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কান্দাহারের ঘটনার সময় বিমানে করে মাসুদ আজহারজিকে ছেড়ে দিয়ে এসেছিলেন ডোভাল।’’ একইসঙ্গে রাগা বলেন, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলার ঘটনায় জড়িত মাসুদ আজহারই।
আরও পড়ুন, ‘‘মোদীর বিরুদ্ধে কেন ফৌজদারি তদন্ত নয়?’’
রাহুলের ‘মাসুদ আজহার জি’ সম্বোধন নিয়ে আসরে নামতে দেরি করেনি বিজেপি। রাহুলকে পাল্টা নিশানা করে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, ‘‘আপনি পারেনও বটে! এর আগে তো দিগ্বিজয়জি ওসামা জি ও হাফিজ সইদ সাহেব বলেছেন। এখন আপনি বলছেন ‘মাসুদ আজহার জি’। কংগ্রেসে কী হচ্ছে এসব?’’ আরেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, ‘‘রাহুল গান্ধী ও পাকিস্তানের মধ্যে কী মিল জানেন? ওঁরা দু’জনেই জঙ্গিদের ভালবাসেন।’’
What is common between Rahul Gandhi and Pakistan?
Their love for terrorists.
Please note Rahul ji’s reverence for terrorist Masood Azhar - a testimony to #RahulLovesTerrorists pic.twitter.com/CyqoZ7b9CF
— Smriti Z Irani (@smritiirani) March 11, 2019
অন্যদিকে, বিজেপির পাল্টা হিসেবে সরব হন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। তিনি বলেছেন, ‘‘বিজেপি ও কিছু মিডিয়াকে প্রশ্ন করতে চাই, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কি কান্দাহারের ঘটনার সময় জঙ্গি মাসুদ আজহারকে ছাড়তে যাননি? পাঠানকোট হামলার তদন্তে মোদীজি কি আইএসআইকে ডাকেননি?’’ বিজেপির ‘রাহুল জঙ্গিদের ভালবাসেন’ মন্তব্যের পাল্টা হিসেবে সুরজেওয়ালা টুইটারে হ্যাশট্যাগে লিখেছেন, ‘‘বিজেপি জঙ্গিদের ভালবাসে।’’
Read the full story in English