Advertisment

প্রধানমন্ত্রীকে 'অপয়া' কটাক্ষ রাহুলের, তেড়েফুড়ে এবার পাল্টা মুখর মোদীর ডেপুটি

কী বললেন অমিত শাহ?

author-image
IE Bangla Web Desk
New Update
What explains BJPs massive MP lead Last-minute push Congresss organisational weaknesses

নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, অমিত শাহ।

দিন দু'য়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাম না করে 'পনৌতি' অর্থাৎ অপয়া বলে কটাক্ষ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাল্টা সরব হয়েছিলেন বিজেপি নেতৃত্ব। এই ঘটনায় গত বৃহস্পতিবারই রাহুল গান্ধীকেকে নোটিস দিয়ে জবাব চেয়েছে নির্বাচন কমিশন। এবার ওয়ানাড়ের সাংসদকে ঝাঁঝালো আক্রমণ করলেন মোদীর ডেপুটি অমিত শাহ।

Advertisment

ভোটমুখী তেলেঙ্গানায় এ দিন প্রচার সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই রাহুলের 'পনৌতি' মন্তব্য নিয়ে সোচ্চার হন অমিত শাহ। রাহুল গান্ধীকে নিশানা করে শাহ বলেন, 'যখনই প্রধানমন্ত্রীকে নিয়ে নিম্নরুচির ভাষা ব্যবহার করা হয়েছে, দেশের যে কোনও রাজ্যেই মানুষ তার উপযুক্ত জবাব দিয়েছে। আমি আত্মবিশ্বাসী যে তেলেঙ্গানার ভোটাররা ওই ভাষাতেই ভোটে উপযুক্ত জবাব দেবেন।'

রাজস্থানে প্রচারে গিয়ে গত মঙ্গলবার নাম না করে প্রধানমন্ত্রীকে বেনজির কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী। রবিবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের জন্য তিনি দায়ী করেন মোদীকেই। প্রসঙ্গত, ওইদিন আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা দেখতে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁর উপস্থিতির কারণেই ভারত সেই ম্যাচে জিততে পারেনি বলে কটাক্ষ করেন কংগ্রেস সাংসদ। বলেন, 'অপয়া.. অপয়া..বিশ্বকাপে আমাদের ছেলেরা ভালই খেলছিল… অপয়া গিয়ে হারিয়ে দিল। দেশের মানুষ ব্যাপারটা জানে।'

এখানেই থামেননি রাহুল। তিনি আরও বলেছিলেন যে, 'পকেটমার কখনও একা আসে না। তিনজন একসঙ্গে আসে। একজন সামনে থেকে আসে, একজন পিছন থেকে, আর এক জন একটু দূরে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজ হল দেশের মানুষের দৃষ্টি ঘোরানো। উনি টিভিতে আসেন, হিন্দু-মুসলমান নিয়ে বিতর্ক উস্কে দেন, নোটবন্দি করেন, জিএসটি ঘোষণা করেন। আর সেই ফাঁকে আদানি পিছন থেকে এসে মানুষের টাকা নিয়ে চলে যায়।'

সেই ঘটনায় বুধবার রাহুলের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ ঠোকে বিজেপি। প্রধানমন্ত্রীকে রাহুল 'পকেটমার' বলে কটাক্ষ করেছেন বলেও রাহুলের বিরুদ্ধে অভিযোগ আনে পদ্ম শিবির। তারপরেই রাহুলের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিস পাঠায় কমিশন।

CONGRESS PM Modi amit shah bjp rahul gandhi
Advertisment