দু’দিনের মণিপুর সফর সেরে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় রাহুল গান্ধী বলেন, “হিংসা থেকে কোন সমাধান সূত্র বের হবে না”। আগের দিন, তিনি মেইতেই অধ্যুষিত বিষ্ণুপুর জেলায় দুটি ত্রাণ শিবির পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং, দলের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি ভেনুগোপাল, এমপিসিসি সভাপতি কে মেঘচন্দ্র সিং এবং প্রাক্তন সাংসদ অজয় কুমার।
সেখানে ত্রাণ শিবিরে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে রাহুল বলেন, "আমি মণিপুরের জনগণের যন্ত্রণা ভাগ নিতে এখানে এসেছি”। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুক্রবার রাজ্যে তার দুই দিনের সফর শেষ করে বলেছেন, ‘হিংসা থেকে কোন সমাধান সূত্র মিলবে না’। পাশাপাশি তিনি আরও বলেছেন, “ভয়াবহ ট্রাজেডি। মণিপুরের হিংসা রাজ্যের সমস্ত জনগণ এবং সকল ভারতীয়দের জন্যও অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক,”। রাহুল গান্ধী শুক্রবার বিকেলে রাজভবনে রাজ্যপাল অনুসুইয়া উইকির সঙ্গে দেখা করে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
শুক্রবার, তিনি সিওকোমি, ইউনাইটেড নাগা কাউন্সিল এবং তফসিলি উপজাতি দাবি কমিটির মতো বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করেন। বৈঠক শেষে দীপ্তকন্ঠে রাহুল জানিয়েছেন, “মণিপুরে শান্তি দরকার, হিংসা থেকে কিছুই মিলবে না। আমি প্রতিটি সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথা বলেছি… আমি শান্তি ফিরিয়ে আনতে যা করতে হয় তার জন্য প্রস্তুত,” ।