‘‘গলি গলি মে শোর হ্যায়, চৌকিদার চোর হ্যায়’’, শ্লোগান রাহুলের মুখে

মধ্যপ্রদেশে রোড শো করার কয়েকদিন পরেই রাহুল গান্ধী রাজস্থানে এসেছেন। গত ১১ অগাস্ট এ রাজ্যের জয়পুরে রোড শো করেছিলেন তিনি।

মধ্যপ্রদেশে রোড শো করার কয়েকদিন পরেই রাহুল গান্ধী রাজস্থানে এসেছেন। গত ১১ অগাস্ট এ রাজ্যের জয়পুরে রোড শো করেছিলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাহুরেল দাবি, বার্তা স্পষ্ট, যে রাফাল চুক্তি সামনে আনবে, তাঁকেই সরে যেতে হবে। ফাইল ছবি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নতুন করে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর মুখে অভিনব শ্লোগান শোনা গেল এদিন। রাজস্থানের দুঙ্গারপুরে এক সভায় তিনি আওয়াজ তুললেন, গলি গলি মে শোর হ্যায় হিন্দুস্তান কা চৌকিদার চোর হ্যায়। বোফর্স কেলেঙ্কারির পর ৮-এর দশকে একই রকম শ্লোগান উঠেছিল বিরোধীদের কণ্ঠে, শ্লোগান ছিল, গলি গলি মে শোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায়।

Advertisment

এদিনের সভায় ভাষণ দিতে গিয়ে নির্বাচনে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির সওয়াল করেছেন রাহুল। তিনি বলেন, ‘‘আমি নির্বাচনে আরও বেশি সংখ্য়ক মহিলা প্রার্থী দেখতে চাই কারণ মহিলাদের অংশগ্রহণ ছাড়া এ দেশে কিছুই ঘটবে না।’’

আরও পড়ুন, ‘‘জড়িয়ে ধরা ছিল, রাফালে চুক্তি নয়’’- সিধু

তাঁর দল ক্ষমতায় এলে আরও বেশি কর্মসংস্থানের সুযোগের প্রতিশ্রুতি দিয়ে রাহুল গান্ধী বলেন, ‘‘আমি চাই একদিন আপনারা নিজেদের ফোনের পিছনে দেখতে পান সেখানে ‘মেড ইন রাজস্থান’, ‘মেড ইন দুঙ্গারপুর’ লেখা রয়েছে।

Advertisment

মধ্যপ্রদেশে রোড শো করার কয়েকদিন পরেই রাহুল গান্ধী রাজস্থানে এসেছেন। গত ১১ অগাস্ট এ রাজ্যের জয়পুরে রোড শো করেছিলেন তিনি। তার দেড়মাসের মধ্যেই ফের এ রাজ্যে এলেন তিনি।

মঙ্গলবার রাজস্থানে এক সভায় ভাষণ দিতে গিয়ে বিজেপি সভাপতি অমিত শাহ, রাহুল গান্ধী সম্পর্কে টিপ্পনি কেটে বলেন, কংগ্রেস নেতা রবি ও খরিফ শস্যের মধ্যে তফাৎ জানেন কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে। তাঁর অভিযোগ, বিরোধী পার্টি কৃষকদের স্বার্থ রক্ষা করতে পারবে না।

নাগৌরের সেই সভায় বিজেপি সভাপতি সেদিন আরও বলেছিলেন, বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু শ্লোগানই দেন না, সে শ্লোগান কীভাবে বাস্তবে পরিণত করতে হবে তাও জানেন তাঁরা। এ বছরই রাজস্থানে বিধানসভা ভোট।

CONGRESS rahul gandhi