/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/cats_ba25f1.jpg)
বারানসি নিয়ে মোদীকে বিরাট খোঁচা, রাহুলের বিরুদ্ধে মাঠে নামলেন স্মৃতি ইরানি
ফের মোদীকে কটাক্ষ করে বিপাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার প্রধানমন্ত্রী মোদীর সংসদীয় এলাকা সম্পর্কে এক ভাষণে রাহুল গান্ধীর কটাক্ষের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। রাহুলের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে।
রাহুল গান্ধী সোমবার বলেছিলেন যে অযোধ্যার রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু দলিতদের সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। "এমনকি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অনুষ্ঠানস্থলে আমন্ত্রণ জানানো হয়নি, তবে দেশের তাবড় ধনী ব্যক্তিদের অনুষ্ঠানে দেখা গিয়েছে'।
ঠিক তার একদিন পর মঙ্গলবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মঙ্গলবার তার ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় এলাকা বারাণসীকে খোঁচা দিয়েছেন। তিনি তাঁর ভাষণে বলেন, 'আমি বারানসি গিয়ে দেখেছি মানুষ রাতের বেলায় মদ্যপ অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে'। এর পরই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বিতর্কে জড়িয়ে পড়েন। ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় তার প্রাক্তন নির্বাচনী এলাকা আমেঠিতে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময়, রাহুল গান্ধী বলেন, "আমি বারাণসীতে গিয়ে দেখেছি যে রাতে ডিজে বাজছে মানুষ মদ খেয়ে রাস্তায় পড়ে আছেন"।
আরও পড়ুন : < Pakistan Election: নতুন সরকার গঠনের পথে পাকিস্তান! কে হবেন প্রধানমন্ত্রী? সামনে এল বিরাট আপডেট >
#WATCH | Amethi: Congress leader Rahul Gandhi says, "I went to Varanasi and I saw that instruments are being played at night. I saw people lying on the road after drinking alcohol. The future of Uttar Pradesh is dancing after drinking alcohol at night. On the other side, there is… pic.twitter.com/0s3a5HZ5LG
— ANI (@ANI) February 20, 2024
রাহুলের এই মন্তব্যের প্রেক্ষিপ্তে কেন্দ্রীয় মন্ত্রী তথা আমেঠিক বিজেপি সাংসদ, স্মৃতি ইরানি, তার আপত্তিকর মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, "রাহুল গান্ধীর মন্তব্য থেকে বোঝা যায় উত্তরপ্রদেশের জন্য তার মনে কতটা বিদ্বেষ আছে। তিনি উত্তরপ্রদেশের ভোটারদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি রাম মন্দিরে 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠানে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। আজ (মঙ্গলবার) , তিনি বারাণসী এবং উত্তর প্রদেশের যুবকদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন'।
#WATCH | Union Minister Smriti Irani says, "Rahul Gandhi's remark shows how much venom he has in his mind for Uttar Pradesh. He made objectionable comments against voters of UP in Wayanad. He rejected the invitation to the Pran Pratishtha ceremony at Ram Temple. Today, he has… pic.twitter.com/YVCTMsJaVt
— ANI (@ANI) February 20, 2024
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, 'কংগ্রেসের ভবিষ্যৎ অন্ধকারে, কিন্তু উত্তরপ্রদেশের ভবিষ্যৎ উন্নয়নের দিকে এগোচ্ছে।' উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিংও রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করে দেশের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার ভাষণে মোদী সরকারকে বিঁধে বলেন, 'আপনি ভারতের ২০০ টি বড় কোম্পানির দিকে তাকান, আপনি একজনও ওবিসি, দলিত বা উপজাতীয় ব্যক্তিকে সেখানে খুঁজে পাবেন না। আপনি যদি MNREGA এবং চুক্তি শ্রমিকদের তালিকা দেখেন, আপনি তাতে ওবিসি, দলিত এবং উপজাতি শ্রেণির লোকদের দেখতে পাবেন'।