Advertisment

‘আক্রান্তরাই অভিযুক্ত’, সিএএ ইস্যুতে মানবাধিকার কমিশনে রাহুল-প্রিয়াঙ্কা

পুলিশি অত্যাচারের অভিযোগ জানিয়ে এ ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

author-image
IE Bangla Web Desk
New Update
caa, সিএএ

মানবাধিকার কমিশনের দফতরে রাহুল-প্রিয়াঙ্কা। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

উত্তরপ্রদেশে সিএএ বিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ জানাতে এবার জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার রাহুল-প্রিয়াঙ্কার নেতৃত্বে এক প্রতিনিধিদল মানবাধিকার কমিশনে যায়। পুলিশি অত্যাচারের অভিযোগ জানিয়ে এ ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

Advertisment

আরও পড়ুন: প্রকাশ রাজ-কুমারস্বামী-বৃন্দা কারাত সহ ১৫ জনকে প্রাণনাশের হুমকি চিঠি

জানা যাচ্ছে, অত্যাচারের প্রমাণ স্বরূপ ছবি ও ভিডিও মানবাধিকার কমিশনের কাছে পেশ করেছেন কংগ্রেস প্রতিনিধিরা। মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠক শেষে টুইটারে প্রাক্তন কংগ্রেস সভাপতি লিখেছেন ‘‘আমাদের নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষার্থে নিশ্চিতভাবে কাজ করবে কমিশন’’।

বৈঠক শেষে কংগ্রেস নেতা অভিষেক সিঙভি বলেন, ‘‘এফআইআর দায়েরে ব্যর্থতার ছবি সামনে এসেছে। একজন পুলিশ আধিকারিককেও অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়নি। অথচ বিক্ষোভকারীদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে, যেখানে আক্রান্তদেরই অভিযুক্ত বলে উল্লেখ করা হয়েছে। আমরা বিজেপি ও আরএসএস কর্মীদের ভিডিও দেখিয়েছি’’।

উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সবথেকে বেশি বিক্ষোভ প্রদর্শিত হয়েছে উত্তরপ্রদেশে। সিএএ বিক্ষোভে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে সে রাজ্যে। এদিকে, সরকারি সম্পত্তি নষ্টের ক্ষতিপূরণ আদায়ের জন্য বিক্ষোভকারীদের একাংশকে নোটিস দিয়েছে যোগী প্রশাসন। যা ঘিরেও বিতর্ক উঠেছে।

Read the full story in English

national news caa
Advertisment