Advertisment

'মীরজাফর দেবশ্রীর সঙ্গে কাজ নয়-আমি সরছি', ঘোষণা বিজেপি বিধায়কের

মুকুল রায় সহ পদ্ম-ফুলের চার বিধায়ক যোগ দিয়েছেন জোড়া-ফুলে। একই পথের পথিক হবেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী?

author-image
IE Bangla Web Desk
New Update
raiganj mla krishna kalyani left bjp today

রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও সাংসদ দেবশ্রী চৌধুরী।

মুকুল রায় সহ পদ্ম-ফুলের চার বিধায়ক যোগ দিয়েছেন জোড়া-ফুলে। একই পথের পথিক হবেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী? গত কয়েক মাস ধরেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগছেন তিনি। ফলে তাঁর দলবদলের সম্ভাবনা নিয়ে নানা জল্পনা। এর মধ্যেই শুক্রবার রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কৃষ্ণ কল্যাণী। সাফ বলেছেন, 'দেবশ্রী চৌধুরীর সঙ্গে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়, ফলে আমি সরছি।' তবে শাসক দলে নাম লেখানো নিয়েও এদিন কিছু স্পষ্ট করে জানাননি এই বিজেপি বিধায়ক।

Advertisment

কী বলেছেন কৃষ্ণ কল্যাণী?

একুশের ভোটে রায়গঞ্জ বিধানসভা থেকে জয় পান কৃষ্ণ কল্যাণী। তবে, তারপর থেকে দলীয় কোনও কর্মসূচিতে তাঁকে থাকতে দেখা যায়নি। দিন যত এগিয়েছে ততই গেরুয়া নেতৃত্বের সঙ্গে কৃষ্ণের দূরত্ব বেড়েছে। প্রকাশ্যেই তিনি নিয়ম করে বঙ্গ বিজেপির সাংগঠনিক বিভিন্ন কাজ নিয়ে মুখ খুলেছেন।

এমনকী সরিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবিও। আগেই কৃষ্ণ কল্যাণী সরব হয়েছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে। শুক্রবার সেই বিরোধীতার মাত্রা আরও চড়িয়েছেন। বিজেপি থেকে সরে যাওয়ার জন্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকেই দায়ী করছেন এই বিধায়ক।

কৃষ্ণ কল্যাণীর দাবি, 'দেবশ্রী চৌধুরীর সঙ্গে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি রাজনীতি করি মানুষকে সেবা দেওয়ার জন্য। কিন্তু উনি কাজ করতে দিচ্ছেন না। মীরজাফরের মতো পিছন থেকে ছুরি মারা আমি সহ্য করবো না। উনি যেখানে থাকবেন সেখান থেকে আমমি নিজের অবস্থান সরিয়ে নেব। তাই আমি সরছি।'

এপ্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী বলেছেন যে, 'বিধায়ক গত কয়েক মাস ধরেই নানা মন্তব্য করছেন। আজ সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে দল ছাড়ছেন। তবে আমি এ নিয়ে কোনও মন্তব্য করবো না।'

বিজেপির একাধিক বিধায়ক তৃণমূলে আসতে ইচ্ছা প্রকাশ করেছে। তৃণমূলের তরফে এই দাবি করে প্রায়ই হুঙ্কার দেওয়া হয়। কৃষ্ণ কল্যাণীর বিজেপি ত্যাগ নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'শুনছি কৃষ্ণ কল্যাণীও বিজেপিতে থাকতে পারছেন না। ওদের অনেকেই তৃণমূলে যোগ দিতে লাইনে রয়েছেন। খেল আভি বাকি হ্যায়।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp West Bengal Sukanta Majumder
Advertisment