আজ সন্ধের পর অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলছে পারে কলকাতায়। আবারও কালবৈশাখির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। রাত ৮টা থেকে ৯টার মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারেও বলে জানানো হয়েছে। তবে শুধু কলকাতা নয়, রাত ৮ টা থেকে ৯টার মধ্যে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন, সমুদ্রে আছড়ে পড়তে পারে বড় ঢেউ, সতর্কতা হাওয়া অফিসের
অন্যদিকে সন্ধে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ওই এলাকায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে।
মঙ্গলবার ঝড়ে কলকাতায় ভেঙে পড়েছে বহু গাছ। ছবি- সৌরদীপ সামন্ত, আই ই বাংলা
গত মঙ্গলবার সন্ধের পর কলকাতাসহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টি হয়। সেদিন জোড়া ঝড়ের ধাক্কায় কলকাতার বিভিন্ন রাস্তায় প্রচুর গাছ ভেঙে পড়ে। ঝড়ের জেরে কলকাতাসহ রাজ্যে মোট ১৮ জনের মৃত্যু হয়।