দক্ষিণবঙ্গের জন্য আবারও স্বস্তির খবর। দক্ষিণবঙ্গের কিছু জেলায় সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে কালবৈশাখির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতরের ওয়েবসাইট মারফৎ জানা গেছে। ওই এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে বিকেল ৫টা থেকে সন্ধে ৬টার মধ্যে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন,আজও বৃষ্টির পূর্বাভাস, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হতে পারে শিলাবৃষ্টিও
বুধবার রাতের দিকেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা চোখে পড়েছে।