Advertisment

কংগ্রেসে মরুঝড়, হাইকোর্টে টিম পাইলটের সংশোধিত আর্জির শুনানি আজ

আইনজীবী হরিশ সালভে বলেন, রাজস্থানের স্পিকারের বরখাস্তের নোটিসের সাংবিধানিক বৈধতাকে চ্য়ালেঞ্জ জানাতে চান বিক্ষুব্ধ বিধায়করা।

author-image
IE Bangla Web Desk
New Update
পাইলটহীন গেহলটের ককপিট।।চাবাহার রেল প্রকল্প নিয়ে কেন্দ্রকে দুষল কংগ্রেস।।কাল সিবিএসই দশমের ফল

শচীন পাইলট ও অশোক গেহলট।

রাজস্থানের রাজনীতিতে টানটান নাটক। কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব এবার গড়াল হাইকোর্টে। শচীন পাইলট-সহ ১৯ বিধায়ককে দেওয়া স্পিকারের বরখাস্তের নোটিসকে চ্যালেঞ্জ করে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হলেন পাইলট অনুগামী বিধায়ক পৃথ্বীরাজ মিনা। এ মামলায় টিম পাইলটের সংশোধিত আবেদন গ্রহণ করল হাইকোর্ট। আজ, শুক্রবার দুপুর ১টায় এ মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

Advertisment

বৃহস্পতিবার এই মামলার শুনানি শুরু হয়। সেই শুনানি মুলতুবি করা হয়।জানা যায়, পিটিশন সংশোধন করার জন্য সময় চেয়েছে টিম পাইলট। তারপরই শুনানি মুলতুবি করা হয়। যদিও কতটা সময় চেয়েছেন, সে ব্যাপারে স্পষ্ট করেননি তখন মামলাকারীরা। এদিন আইনজীবী হরিশ সালভে বলেন, রাজস্থানের স্পিকারের বরখাস্তের নোটিসের সাংবিধানিক বৈধতাকে চ্য়ালেঞ্জ জানাতে চান বিক্ষুব্ধ বিধায়করা।

উল্লেখ্য, দলের হুইপ অমান্য় করে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক এড়িয়েছেন বিধায়করা। এই অভিযোগ জানিয়ে ১৯ জন বিধায়ককে মঙ্গলবার নোটিস পাঠান স্পিকার।

আরও পড়ুন: ‘খেলা এখনও শেষ হয়নি’, পাইলটের বিজেপি যোগের গুজব ঘিরে কটাক্ষ মোদী শিবিরের

এদিকে, শচীন পাইলটের জন্য় যখন দরজা খোলা রেখেছেন কংগ্রেস নেতৃত্ব, ঠিক সেসময়ই নাম না করে পাইলটকে খোঁচা দিয়েছেন অশোক গেহলট। 'ভাল ইংরেজি বলতে পারা বা সুদর্শন চেহারা থাকলেই হয় না' বলে মন্তব্য় করে বিতর্ক বাড়িয়েছেন গেহলট। যদিও সূত্রের খবর, কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালাকে গেহলট জানিয়েছেন, তিনি পাইলটের বিরুদ্ধে নন। তবে পাইলটকে বিজেপি শিবির ছাড়তে হবে। উল্লেখ্য়, বিজেপির সঙ্গে ঘোড়া কেনাবেচার রাজনীতিতে পাইলট যুক্ত বলে অভিযোগ করেছেন রাজস্থানের মুখ্য়মন্ত্রী।

প্রদেশ কংগ্রেস সভাপতি ও রাজ্য়ের উপমুখ্য়মন্ত্রীর পদ থেকে পাইলটকে অপসারিত করা হয়েছে। এরপরই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা বাড়তে থাকে। যদিও শচীন জানিয়েছেন, তিনি বিজেপিতে যোগ দেবেন না। এই প্রেক্ষাপটে স্পিকারের বরখাস্তের নোটিসকে চ্য়ালেঞ্জ করে পাইলট অনুগামীরা যেভাবে হাইকোর্টে মামলা দায়ের করলেন তা নয়া মাত্রা পেল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CONGRESS national news
Advertisment