Advertisment

আগামিকাল সুপ্রিম কোর্টে রাজস্থানের স্পিকারের আর্জির শুনানি

স্পিকারের অধিকারে হস্তক্ষেপ করছে আদালত। এই অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজস্থানের স্পিকার সি পি যোশী।

author-image
IE Bangla Web Desk
New Update
মোদীর হাতেই রাম মন্দিরের শিলান্য়াস।।রাজস্থান মামলা এবার সুপ্রিম কোর্টে।। গেহলটের ভাইয়ের বাড়িতে ইডি।। মুখোমুখি সিন্ধিয়া ও দিগ্বীজয়।।নাবালিকা ধর্ষণে বরখাস্ত পুলিশ

শচীন পাইলট

রাজ্যে 'সাংবিধানিক সংকট' তৈরি হয়েছে। স্পিকারের অধিকারে হস্তক্ষেপ করছে আদালত। এই অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজস্থানের স্পিকার সি পি যোশী। আগামিকাল এ মামলার শুনানি। মঙ্গলবারই রাজস্থান হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগামী শুক্রবার পর্যন্ত কংগ্রেসের 'বিদ্রোহী' ১৯ বিধায়কের বিরুদ্ধে স্পিকারকে পদক্ষেপ না করার অনুরোধ জানিয়েছিল। তারপরই দেশের শীর্ষ আদালতে আবেদনের সিদ্ধান্ত নেন যোশী।

Advertisment

পরিষদীয় বৈঠকে দু'বার যোগ না দেওয়ায় 'দলীয় শৃঙ্খলা'র অভিযোগে শচীন পাইলট সহ মোট ১৯ বিধায়ককে শোকজ নোটিস দিয়েছিলেন স্পিকার সি পি যোশী। অভিযুক্তদের বিধায়ক পদ কেন খারিজ করা হবে না তা জানতে চান স্পিকার। যোশীর মতে, সাংবিধানিক পদাধিকারীদের কাজের দায়িত্ব নির্দিষ্ট করা রয়েছে। বিধায়কদের নোটিস দেওয়া মানেই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। স্পিকার চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া সত্ত্বেও আদালত কীভাবে তাঁর অধিকারে হস্তক্ষেপ করতে পারে তা জানতে চেয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সি পি যোশী।

src="https://www.youtube.com/embed/A6t8QBDFNDI" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব ঘিরে তুঙ্গে মরুরাজ্য়ের রাজনীতি। কংগ্রেস বিধায়ক গিরিরাজ সিংকে আইনি নোটিস ধরালেন শচীন পাইলট। শুধু তাই নয়, ১ টাকা ও লিখিত ক্ষমা চাইতে হবে গিরিরাজকে, এমন দাবিই করেছেন পাইলট। উল্লেখ্য়, বিজেপিতে যোগদানের জন্য় তাঁকে ৩৫ কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন পাইলট, এমনটাই দাবি করেনম গিরিরাজ। এই অভিযোগ অস্বীকার করে রাজস্থানের প্রাক্তন উপমুখ্য়মন্ত্রী বলেন, তাঁর ভাবমূর্তি নষ্ট করতেই এসব করা হয়েছে।

src="https://www.youtube.com/embed/Yow0eblLYB0" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

এদিকে স্পিকারের দেওয়া নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে রাজস্থান হাইকোর্টে পাইলট সহ ১৯ কংগ্রেস বিধায়ক যে আবেদন করেছিলেন সেই মামলায় সাময়িক স্বস্তিতে 'বিদ্রোহী' শিবির। ২৪ জুলাই এই মামলার রায় জানাবে হাইকোর্ট। 'বিদ্রোহী' বিধায়করা আদালতে জানিয়েছেন যে, স্পিকারকে জবাব দেওয়ার জন্য অত্যন্ত কম সময় তাঁদের দেওয়া হয়েছে। ফলে, শোকজের উত্তরের জন্য স্পিকারকে বাড়তি সময় দেওয়ার অনুরোধ করে ডিভিশন বেঞ্চ। কিন্তু অতদিন অপেক্ষা করতে রাজি নন রাজস্থানের স্পিকার।

src="https://www.youtube.com/embed/mI2GAS1fRSE" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

শচীন শিবিরের তরফে আইনজীবী মুকুল রোহতগি আদালতে বলেছে যে স্পিকারের নোটিস পাঠানো সংবিধানের দশম শিডিউলের পরিপন্থী। দলীয় বৈঠকে বিধানসভার বাইরে কে এল, কে এল না সেই বিষয়ে হুইপ জারি ও স্পিকারের হস্তক্ষেপ কার্যকরী হয় না। অন্যদিকে রাজস্থান সরকারের কৌঁসুলী হাইকোর্টে বলেন, এখনও তো স্পিকার কোনও ব্যবস্থাই নেয়নি। তার আগেই কেন আদালতে আবেদন করলেন শচীন পাইলটরা।

হাইকম্যান্ড মুখ না খুললেও রণদীপ সুরজেওয়ালা, অজয় মাকেনরা দলের প্রতি পাইলটের আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন। উপমুখ্যন্ত্রীসহ মন্ত্রীত্ব পদ কেড়ে নেওয়া হয়েছে তাঁর। সরিয়ে দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও। পাইলট অনুগামী মন্ত্রীদেরও পদচ্যুত করা হয়েছে। এদিকে ঘর গুছোতে জয়পুরের হোটেলে নিজের শিবিরের বিধায়কদের রেখেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এই সবের মধ্যেই আইনি মারপ্যাচ ও অঙ্কের হিসাবেই আপাতত রাজস্থান রাজনীতি নিয়ে নানা জল্পনা।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

rajasthan supreme court CONGRESS
Advertisment