যাবতীয় জল্পনায় জল ঢেলে রাজস্থানে ভজনলাল শর্মাকে মুখ্যমন্ত্রী করতে চলেছে বিজেপি। মঙ্গলবার, শর্মার নাম রাজস্থান বিধায়ক দলের নেতা হিসেবে বিজেপির বৈঠকে গৃহীত হয়েছে। বৈঠকে বসুন্ধরা রাজেই শর্মার নাম প্রস্তাব করেছেন। যা দলীয় বিধায়করা গ্রহণ করেছেন। এর আগে বসুন্ধরা রাজে ফের মুখ্যমন্ত্রী হতে পারেন, এমন প্রত্যাশা ছিল অনেকেরই। গত সপ্তাহেই রাজস্থান বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। ক্ষমতাচ্যুত করেছে অশোক গেহলটের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে।
Advertisment
মুখ্যমন্ত্রীর মুখ বাছতে মঙ্গলবার জয়পুরে দলের কার্যালয়ে বৈঠক করেন বিজেপির বিধায়করা। বৈঠকে দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর সঙ্গে ছিলেন দলের আরও দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক বিনোদ তাওড়ে ও সরোজ পাণ্ডে। ৫৬ বছর বয়সি ভজনলাল শর্মা, জয়পুরের সাঙ্গানার বিধানসভা থেকে প্রথমবারের মত বিধায়ক হয়েছেন। তিনি কংগ্রেসের পুষ্পেন্দ্র ভরদ্বাজকে ৪৮,০৮১ ভোটে পরাজিত করেছেন।
মঙ্গলবারের বৈঠকে বসুন্ধরা রাজে বসেছিলেন রাজনাথ সিংয়ের পাশে। সেখানে বসেই তিনি মুখ্যমন্ত্রী পদে ভজনলাল শর্মার নাম প্রস্তাব করেন। যা দলের বাকি বিধায়করা গ্রহণ করেছেন। শর্মার মুখ্যমন্ত্রী হওয়া রাজস্থানের রাজনীতিতে রীতিমতো চমক বলে মনে করা হচ্ছে। এর আগে, মধ্যপ্রদেশেও মুখ্যমন্ত্রীর মুখ বাছাইয়ের ক্ষেত্রে একইভাবে চমক দিয়েছে বিজেপি। চারবারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বদলে মধ্যপ্রদেশে নতুন মুখকে মুখ্যমন্ত্রী করেছে বিজেপি। চৌহানের স্থলাভিষিক্ত হয়েছেন উজ্জয়িনী দক্ষিণের বিজেপি বিধায়ক, ৫৮ বছরের মোহন যাদব।
এবারের বিধানসভা নির্বাচন মিটতেই ক্রমশ পরিষ্কার হয়ে যায় যে, রাজস্থানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিছুতেই বসুন্ধরা রাজেকে মুখ্যমন্ত্রী করবে না। রাজের বদলে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, গজেন্দ্র সিং শেখাওয়াত, অশ্বিনী বৈষ্ণবদের নাম মুখ্যমন্ত্রী পদে ঘোরাফেরা করছিল। তার আগে নির্বাচনের সময়ই উঠে এসেছিল বালকনাথ-সহ অন্যান্যদের নাম। সেখানে ভজনলাল শর্মার নামই ছিল না। মঙ্গলবারের বৈঠকেই ভজনলাল শর্মার নাম উঠে আসে। রাজস্থানের বিজেপি রাজনীতিতে বসুন্ধরা রাজের প্রভাব বেশ বেশি। সেই প্রভাব কতটা, তা ফের প্রমাণ হল মঙ্গলবার বিধায়ক দলের বৈঠকে ভজনলাল শর্মার নাম মুখ্যমন্ত্রী পদে গৃহীত হওয়ার পর।