Advertisment

প্রেশার কুকারের সেফটি ভালভ বন্ধ করা হবে না: রাজনাথ সিং

রাজনাথ সিং বলেছেন, ‘‘আমাদের সরকার গণতান্ত্রিক মূল্যবোধ টিকিয়ে রাখতে বদ্ধপরিকর। যাদের গ্রেফতার করা হয়েছে আপনারা তাদের রেকর্ড দেখুন।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাজনাথ সিং (ফাইল)

গণতান্ত্রিক অধিকার খর্ব করা নিয়ে শীর্ষ আদালতের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শনিবার তিনি বলেছেন, ‘‘প্রেশার কুকার কমপ্রেস করার কোনও চেষ্টা করা হবে না।’’ এর আগে শীর্ষ আদালত এলগার পরিষদ কাণ্ডে পাঁচ বুদ্ধিজীবীর গ্রেফতারি সম্পর্কে মন্তব্য করেছিল, ‘‘মতানৈক্য গণতন্ত্রের সেফটি ভালভ’’, এবং ‘‘সেফটি ভালভ যদি না থাকতে দেওয়া হয়, তাহলে প্রেশার কুকার বার্স্ট করবে।’’

Advertisment

শীর্ষ আদালত জানুয়ারির ভীমা কোরেগাঁও হিংসার জেরে পাঁচ গণতান্ত্রিক অধিকার কর্মী ও আইনজীবীদের গ্রেফতারি সম্পর্কে বুধবার প্রেশার কুকারের সেফটি ভালভ সংক্রান্ত মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট।

লখনউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমি স্পষ্ট করে জানাতে চাই যে প্রেশার কুকার কমপ্রেস করার কোনও প্রচেষ্টা কখনওই করা হবে না। সকলেরই কথা বলার অধিকার রয়েছে, যা খুশি করার অধিকার রয়েছে, তবে কাউকেই হিংসাত্মক কার্যকলাপ বা রাষ্ট্রের সুস্থিতি নষ্ট করতে দেওয়া হবে না।’’

হিন্দুস্থান শিখর সমাগমের অনুষ্ঠানে যোগ দিয়ে শনিবার রাজনাথ সিং বলেছেন, ‘‘আমাদের সরকার গণতান্ত্রিক মূল্যবোধ টিকিয়ে রাখতে বদ্ধপরিকর। যাদের গ্রেফতার করা হয়েছে আপনারা তাদের রেকর্ড দেখুন। ২০১২ সালেও তাদের অনেককে গ্রেফতার করা হয়েছিল, তখনও তাদের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল। সরকারের সুস্থিতি নষ্ট করার যে কোনওরকম প্রচেষ্টা, কোনও আদর্শের নাম করে হিংসাকে প্রশ্রয় দেওয়া, দেশের সুস্থিতি নষ্ট করা এবং দেশকে ভেঙে ফেলার চেষ্টা, আমার মনে হয় না এর চেয়ে বড় কোনও অপরাধ হতে পারে।’’

উগ্রবামপন্থী অধ্যুষিত জেলাগুলির সংখ্যা যে অনেক কমে গেছে সেদিকে দৃষ্টি আকর্ষণ করে নকশালপন্থা দমনে সরকারের সাফল্যের দিক তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘‘এখন ওরা (নকশালপন্থী) নতুন পন্থা নিয়েছে, শহর এলাকায় কাজ করতে শুরু করেছে, সেখানকার বাসিন্দাদের কাছে নিজেদের মতাদর্শ প্রচার করছে। ওরা শহরাঞ্চলে সন্ত্রাস সৃষ্টি করতে চায়। এ ব্যাপারে এজেন্সিগুলোর কাছ থেকে খবর পেয়েছি।

কাশ্মীর ইস্যু যে দীর্ঘদিনের সমস্যা, সে কথা উল্লেখ করে রাজনাথ সিং বলেন, এ সমস্যা সমাধানে সময় লাগবে। পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের সাফল্য কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, ক্রিকেট মাঠের মত রাজনীতির ময়দানেও সমান তালে অধিনায়কত্ব করবেন তিনি। রাজনাথ বলেন, ‘‘পাকিস্তানে নতুন অধিনায়ক এসেছেন, এতদিন তিনি ক্রিকেট মাঠে খেলছিলেন। এখন তাঁকে রাজনীতির ময়দানে খেলতে হবে। দেখা যান এখানে তিনি কতটা সফল হন, আমরা তাঁর সাফল্যের শক্তি কামনা করছি।’’

Maoist rajnath singh supreme court
Advertisment