দৌড়ে মনোনয়নপত্র জমা নির্দল প্রার্থীর, রাজ্যসভার ভোটে টানটান নাটক বঙ্গ বিধানসভায়

রাজ্যসভার পঞ্চম আসনে নির্দল প্রার্থী দাঁড়ালে তাঁকে সমর্থন করার সম্ভাবনার কথা ক’দিন আগেই জানিয়েছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

রাজ্যসভার পঞ্চম আসনে নির্দল প্রার্থী দাঁড়ালে তাঁকে সমর্থন করার সম্ভাবনার কথা ক’দিন আগেই জানিয়েছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
rajya sabha election 2020, রাজ্যসভা নির্বাচন ২০২০, রাজ্যসভা, rajya sabha, দীনেশ বাজাজ, তৃণমূল, dinesh bajaj, tmc, bjp, dinesh bajaj independent candidate, নির্দল প্রার্থী দীনেশ বাজাজ

দীনেশ বাজাজ।

রাজ্যসভা নির্বাচন ঘিরে টানটান লড়াই বঙ্গ রাজনীতিতে। রাজ্যসভার পঞ্চম আসনে নির্দল হিসেবে প্রার্থী হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক দীনেশ বাজাজ। একেবারে শেষ মুহূর্তে রীতিমতো দৌড়ে মনোনয়নপত্র পেশ করলেন বাজাজ। নির্দল প্রার্থীকে সমর্থন করবে তৃণমূল, এমনটাই জানা যাচ্ছে। উল্লেখ্য, রাজ্যসভার পঞ্চম আসনে নির্দল প্রার্থী দাঁড়ালে তাঁকে সমর্থন করার সম্ভাবনার কথা ক’দিন আগেই জানিয়েছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

Advertisment

এ প্রসঙ্গে দীনেশ বাজাজ বলেন, ‘‘রাজ্যসভার নির্বাচনে লড়ব নির্দল হিসেবে। আমার ইচ্ছে নির্দল হিসেবে দাঁড়াব’’।

আরও পড়ুন: ‘করোনায় কানন যেন সাবধানে থাকে’, বৈশাখীকে পরামর্শ উদ্বিগ্ন মমতার

Advertisment

ক’দিন আগেই পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘‘শুক্রবার আরও তিনজন প্রার্থী দেব কি না বলতে পারছি না। নির্দলকে সমর্থন করব কি না তা-ও বলতে পারছি না। তবে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। এই মুহূর্তে কিছু বলতে পারছি না”।

আরও পড়ুন: নবান্নে মমতার কাছে বৈশাখী! তৃণমূলেই কানন?

প্রসঙ্গত, রাজ্যের বিধানসভা আসনের নিরিখে পাঁচ জন সাংসদ রাজ্যসভায় যাবেন। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের চার ও সিপিএমের এক প্রার্থীর জয় নিশ্চিত। পঞ্চম আসনে লড়াই হলে হিসেব পাল্টে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: শোভন চাইলে আমি হাসিমুখে সরে যাব: রত্না

রাজ্যসভার ৪ আসনে আগেই দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যসভা নির্বাচনে ৪ আসনে তৃণমূল প্রার্থী সুব্রত বক্সি, মৌসম নুর, দীনেশ ত্রিবেদী ও অর্পিতা ঘোষ। আগেই মনোনয়ন জমা দিয়েছেন সুব্রত বক্সি ও দীনেষ ত্রিবেদী। শুক্রবার মনোনয়নপত্র জমা দেন মৌসম বেনজির নুর ও অর্পিতা ঘোষ।

শুক্রবার মনোনয়নপত্র জমা পেশ করে মৌসম নুর বলেন, ‘‘নেত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে উনি আমায় সুযোগটা দিলেন’’। অর্পিতা ঘোষ বলেন, ‘‘২০১৯ সালে আমরা জিততে পারিনি যে কোনও কারণে। আমাদের নেত্রী মনে করেছেন হয়তো রাজ্যসভায় আমরা কাজ করতে পারব। তাই আমাদের মনোনীত করা হয়েছে’’।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc