বিজেপির সঙ্গে ‘গোপনে’ হাত মেলাচ্ছে তৃণমূল? এই প্রশ্ন ঘিরেই এবার জোর জল্পনা বঙ্গ রাজনীতিতে। ভোটে জিততে বিজেপির সমর্থন চেয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়! এমন বিস্ফোরক দাবিই করলেন একদা মমতার 'ডান হাত' তথা বর্তমানে বিজেপি নেতা মুকুল রায়। রাজ্যসভায় কেন্দ্রের ইএসআইসি (এমপ্লয়িজ স্টেট ইনশিওরেন্স কর্পোরেশন)-এর প্রতিনিধি নির্বাচনে তৃণমূলের দোলা সেনকে জেতানোর জন্য বিজেপির সমর্থন চেয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এমন দাবিই করলেন মুকুল।
ঠিক কী বলেছেন মুকুল রায়?
বৃহস্পতিবার বিজেপি নেতা মুকুল বলেন, ‘‘কাল (বুধবার) রাজ্যসভায় ইএসআইসি প্রতিনিধি নির্বাচনে বিজেপির সমর্থনে জিতেছেন দোলা সেন। ভোটে জিততে গেলে তো সমর্থন পেতে হয়। ফলে কাউকে না কাউকে তো সমর্থন চাইতে হবে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সমর্থন চেয়েছেন’’।
মমতা-বিজেপি সমর্থন নিয়ে বিস্ফোরক দাবি মুকুলের, দেখুন, কী বললেন#MukulRoy #mamatabanarjee pic.twitter.com/gabQoGTr3X
— IE Bangla (@ieBangla) July 11, 2019
আরও পড়ুন: সব্যসাচীকে লড়াইয়ের কৌশল বাতলে দিলেন মুকুল রায়
উল্লেখ্য, ইএসআইসি নির্বাচনে ৯০টি ভোট পেয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। ৪৬টি ভোট পেয়েছেন কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য। ৮টি ভোট পেয়েছেন সিপিএমের ই করিম। ১২টি ভোট বাতিল হয়েছে। ভোটের ফল সামনে আসার পরই তৃণমূল-বিজেপি আঁতাতের অভিযোগ জানিয়ে সরব হয়েছেন কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য। তাঁর অভিযোগ, ‘‘বিজেপির ভোটে জিতেছে তৃণমূল। জাভড়েকরের মতো মন্ত্রী তৃণমূলকে ভোট দিয়েছেন। বাহারি পলিটিক্স চলছে। বিজেপি-তৃণমূলের গোপন আঁতাত চলছে’। অন্যদিকে, কংগ্রেসের অভিযোগ খারিজ করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, ‘‘লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে জেতানোর জন্য সিপিএম-কংগ্রেস একজোট হয়েছিল। ভোটের ফলে দেখা গিয়েছে, সিপিএম-কংগ্রেসের ভোট ওদের পক্ষে গেছে। ফলে মানুষ ভাল মতো বুঝতে পারছে কে কার পক্ষে’’।
লোকসভা নির্বাচনের আগে থেকেই জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদীর অন্যতম চ্যালেঞ্জার হিসাবে উঠে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এরপর লোকসভায় এ রাজ্য সহ সারা দেশে ব্যাপক ভাল ফলাফল করে পদ্মবাহিনী। এমতাবস্থায় রাজ্যে তৃণমূলের প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপি। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি-র সমর্থন নিয়েছেন, মুকুলের এই দাবি রীতিমতো অস্বস্তি বাড়াবে রাজ্যের শাসক দলের।