রাজ্যসভায় কৃষি বিল প্রসঙ্গে সরকারি বয়ান আর ভিডিও ফুটেজে অমিল

হরিবংশ সিংহের পাল্টা অভিযোগবিরোধী সাংসদরা যখন জোড়া বিলকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তুলেছিলেন তখন তাঁরা নিজেদের আসনেই ছিলেন না।

হরিবংশ সিংহের পাল্টা অভিযোগবিরোধী সাংসদরা যখন জোড়া বিলকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তুলেছিলেন তখন তাঁরা নিজেদের আসনেই ছিলেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ছবি- আরএসটিভি/ স্ক্রিনগ্র্যাব

কৃষি বিলের প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ-বিক্ষোভ দেখা গিয়েছে। কিন্তু রবিবার একটি সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিয়ো ফুটেজ ঘিরে তৈরি হয়েছে অসঙ্গতি। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু অভিযোগ করেছিলেন বিরোধী সাংসদরা সভা পরিচালনার দায়িত্বে থাকা ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহকে নিগ্রহ করেছেন।

Advertisment

যদিও বিরোধীদের দাবি ছিল ডেপুটি চেয়ারম্যান নিরপেক্ষ থাকেননি। ভোটাভুটির (ডিভিশন) দাবি তুললেও সরকারকে বাঁচাতে তিনি তা খারিজ করে ধ্বনিভোটের মাধ্যমে বিল পাশ করিয়েছেন। যদিও হরিবংশ সিংহের পাল্টা অভিযোগবিরোধী সাংসদরা যখন জোড়া বিলকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তুলেছিলেন তখন তাঁরা নিজেদের আসনেই ছিলেন না। ওয়েলে নেমে প্রতিবাদ জানাচ্ছিলেন তাই তাঁদের দাবি মানা হয়নি।

কিন্তু ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ১ টা ১০ মিনিটে বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাবের ভিত্তিতে ভোটাভুটির (ডিভিশন) দাবি জানিয়েছিলেন ডিএমকে-র তিরুচি শিবা। নিজের আসনে বসেই একই দাবি তুলেছিলেন সিপিএমের কে কে রাগেশ। যদিও সোমবার ডেপুটি চেয়ারম্যান বলেন যে ভিডিওটি সঠিকভাবে দেখলে বোঝা যাবে যে তিনি যখন রাগেশকে ডাকছেন তখন তিনি আসনে ছিলেন না।

Advertisment

তবে ভিডিও ফুটেজকে হাতিয়ার করে বিরোধী শিবিরের মত সরকার যে তথ্য জানাচ্ছে তা মিথ্যা।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Parliament