রাজ্যসভার প্রার্থী ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের হয়ে এবার রাজ্যসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুব্রত বক্সি, মৌসম নুর, দীনেশ ত্রিবেদী ও অর্পিতা ঘোষ।
I am glad to announce that @AITCofficial will be nominating Arpita Ghosh,
Mausam Noor, Dinesh Trivedi & Subrata Bakshi to the Rajya Sabha.
As a part of my constant endeavour towards woman empowerment, I am proud that half of our nominations are women #InternationalWomensDay— Mamata Banerjee (@MamataOfficial) March 8, 2020
আগামী এপ্রিলেই রাজ্যসভায় বাংলার পাঁচটি আসন ফাঁকা হচ্ছে। এর মধ্যে তৃণমূলের হাতে রয়েছে চারটি। সেই চার আসনে সংসদীয় রাজনীতিতে পোড় খাওয়া নেতা-নেত্রীকেই মনোনয়ন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গত লোকসভা নির্বাচনে সুব্রত বক্সি ছাড়া বাকি তিন জনই তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মৌসম নুর উত্তর মালদা থেকে লড়েছিলেন। অন্যদিকে, বালুরঘাট থেকে জোড়া-ফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন অপ্রিতা ঘোষ। কিন্তু, এই দুই সাংসদই বিজেপি প্রার্থী খগেন মুর্মু ও সুকান্ত মজুমদারের কাছে পরাজিত হন। অন্যদিকে, ব্যারাকপুরে সম্মানের লড়াইতে তৃণমূল ত্যাগী বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের কাছে হারতে হয় দীনেশ ত্রিবেদীকে। আপাতত এই তিন জনকেই দলের সংগঠনের দায়িত্ব পালনের ভার দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মৌসম ও অর্পিতা যথাক্রমে মালদা ও দক্ষিণ দিনাজপুরের শাসক দলের জেলা সংগঠনের প্রধান হিসাবে কাজ করছেন। সুব্রত বক্সি ২০১৪ সালে মমতারই ছেড়ে যাওয়া দক্ষিণ কলকাতা আসন থেকে জিতেছিলেন। পাঁচ বছর পরে তিনি আর ভোটে লড়েননি। সুব্রত বক্সি বর্তমানে তৃণমূলের রাজ্য সভাপতি।
আরও পড়ুন: অর্থনৈতিক মন্দাকে বিঁধে ফাঁকা হাঁড়ি মাথায় মিছিল মহিলা তৃণমূলের
সংসদীয় রাজনীতিতে অভিজ্ঞ ও সংগঠনের দায়িত্ব সামলানো এই চারজনকেই এবার রাজ্যসভার প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা দলের কাছে বার্তা বলেও মনে করা হচ্ছে। এদিন টুইটে প্রার্থীদের নাম ঘোষণা করেন নেত্রী। তিনি লেখেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে রাজ্যসভার প্রার্থী হিসাবে সুব্রত বক্সি, মৌসম নুর, দীনেশ ত্রিবেদী ও অর্পিতা ঘোষের নাম মনোনিত করলাম। দলের তরফে সবসময় নারী ক্ষমতায়ণের প্রয়াস থাকে। গর্বের সঙ্গে জানাচ্ছি যে, প্রার্থীদের অর্ধেকই মহিলা।'
আগামী ২ এপ্রিল রাজ্যের রাজ্যসভার সাংসদ হিসাবে তৃণমূলের মণীশ গুপ্ত, কেডি সিং, ইমরান আহমেদ হাসান, যোগেন চৌধুরীর মেয়াদ শেষ হচ্ছে। এছাড়াও এই তালিকায় রয়েছেন সিপিআইএম-র বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। ২৬ মার্চ রাজ্যসভার নির্বাচন। আসন ক্ষমতার বিন্যাস অনুশারে তৃণমূল কংগ্রেসের চার প্রার্থীর জয় নিশ্চিত। সেই চার আসনেরই প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল। বাকি একটি আসনে লড়তে পারেন বাম-কংগ্রেস প্রার্থী। সূত্রের খবর, রাজ্যসভা ভোটে বামেদের আসনটি ছেড়ে দিতে পারে কংগ্রেস।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন