লোকসভা ভোটের আগে আবারও সরগরম রাম মন্দির ইস্যু। ক’দিন আগেই রাম মন্দির গড়ার ব্যাপারে আইন প্রণয়ন করার কথা বলেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। গতকালই রাম মন্দির সংক্রান্ত মামলার শুনানি পিছিয়েছে শীর্ষ আদালতে। এবার অযোধ্যায় রাম মন্দির গড়ার লক্ষ্যে সমর্থন আদায়ে মরিয়া বিশ্ব হিন্দু পরিষদ। এ রাজ্যে সব রাজনৈতিক দলের থেকেই এ ব্যাপারে সমর্থন পাওয়ার লক্ষ্যে এবার ঝাঁপাচ্ছে ভিএইচপি। সে কারণেই এ রাজ্যে তৃণমূল, কংগ্রেস, বামদের সাংসদদের কাছে যাবেন ভিএইচপি সদস্যরা।
এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে পশ্চিমবঙ্গ, ওড়িশা, আন্দামানের ভিএইচপির সাংগঠনিক সম্পাদক শচীন্দ্রনাথ সিনহা জানিয়েছেন যে, দীপাবলির পর এ নিয়ে বিশেষ প্রচার চালানো হবে এ রাজ্যে। তিনি আরও বলেছেন,‘‘আমরা দেখলাম যে, সুপ্রিম কোর্ট শুনানি পিছিয়ে দিয়েছে...অনেকটা সময় নিচ্ছে। আমরা মনে করি, রাম মন্দির গড়তে সংসদে নতুন আইন প্রণয়ন করুক সরকার।’’ একইসঙ্গে তিনি জানান,‘‘দীপাবলির পর তৃণমূল, কংগ্রেস, বাম সাংসদদের সঙ্গে দেখা করে সমর্থন চাইব। আমরা এ আর্জিও জানাব যে, যদি সংসদে মন্দির নির্মাণ নিয়ে কোনও বিল পেশ করা হয়, তবে তাতে যেন ওঁরা সমর্থন জানান।’’
আরও পড়ুন, রাম মন্দির গড়তে আইন প্রণয়ন করুক সরকার: মোহন ভাগবত
অন্যদিকে, রাম মন্দির গড়ার ব্যাপারে সকলকে একজোট করতে নভেম্বর ও ডিসেম্বরে রাজ্যের সব জেলায় হিন্দু সম্মেলনের আয়োজন করতে চলেছে সংঘ পরিবার। ১৮ ডিসেম্বর থেকে ৭ দিনের একটি ধর্মী. কর্মসূচিও করা হচ্ছে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই নাগপুরে বিজয়া দশমীর ভাষণ দিতে গিয়ে আরএসএস প্রধান বলেছেন যে, আত্মসম্মানের দৃষ্টিকোণ থেকে দেখলে রাম মন্দির গড়া জরুরি। তাছাড়া, মন্দির নির্মাণ হলে চারপাশ শুভ হবে। তিনি বলেছেন, ”সেখানে যে মন্দির ছিল আগে, তার সবরকম প্রমাণ মেলা সত্ত্বেও এখনও মন্দির নির্মাণের জন্য জায়গা ঠিক করা হল না।”
Read the full story in English