Advertisment

লোকসভার আগে বিজেপি ১, কংগ্রেস ১

বিধানসভা নির্বাচনের পর রাজস্থানে ফের কংগ্রেসের হাতে ধরাশায়ী হয়েছে গেরুয়াবাহিনী। অন্যদিকে, হরিয়ানার জিন্দে প্রথমবার পদ্মফুল ফুটিয়ে লোকসভা ভোটের আগে কার্যত যেন পরীক্ষায় পাশ করলেন মনোহর লাল খট্টর।

author-image
IE Bangla Web Desk
New Update
rahul-modi, রাহুল-মোদী

নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী।

লোকসভা ভোটের মুখে যেন সেয়ানে সেয়ানে লড়াই কংগ্রেস ও বিজেপির। বিধানসভা নির্বাচনের পর রাজস্থানে ফের কংগ্রেসের হাতে ধরাশায়ী হয়েছে গেরুয়াবাহিনী। অন্যদিকে, হরিয়ানার জিন্দে প্রথমবার পদ্মফুল ফুটিয়ে লোকসভা ভোটের আগে কার্যত যেন পরীক্ষায় পাশ করলেন মনোহর লাল খট্টর। রাজস্থানের রামগড় বিধানসভা উপনির্বাচনে পদ্মবাহিনীকে দুরমুশ করে উনিশের ভোটের লড়াইয়ের আগে বাড়তি অক্সিজেন পেল অশোক গেহলোট শিবির। এদিকে, জিন্দ বিধানসভা কেন্দ্রে কংগ্রেসকে তিন নম্বরে জায়গা দিয়ে এক নম্বর দখল করেছে পদ্মবাহিনী।

Advertisment

রাজস্থানের আলওয়ার জেলার রামগড় বিধানসভা কেন্দ্রে ১২ হাজার ২২৮ ভোটে বিজেপি প্রার্থী সুখওয়ান্ত সিংকে হারিয়েছেন কংগ্রেসের শফিয়া জুবাইর। রামগড় কেন্দ্রে জয়ের জেরে সে রাজ্যে ১০০টি আসন নিজেদের হাতে ধরে রাখল কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে ওই কেন্দ্রে ৩ নম্বরে জায়গা করে নিয়েছেন বসপার জগপত সিং। ৮৩ হাজার ৩১১ ভোট পেয়েছেন জুবাইর। সুখওয়ান্ত সিং পেয়েছেন ৭১ হাজার ৮৩ ভোট। বসপা প্রার্থীর ঝুলিতে এসেছে ২৪ হাজার ৮৫৬ ভোট। উল্লেখ্য, বসপা প্রার্থী লক্ষ্মণ সিংয়ের প্রয়াণের জেরে রামগড়ে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছিল। চলতি মাসের ২৮ তারিখ ওই কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল।

congress, কংগ্রেস জিন্দে গণনাকেন্দ্রে কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালা। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও পড়ুন, বুধবারের প্রধানমন্ত্রী মমতা, জানালেন শাহ

রামগড় কেন্দ্রে দলের জয়ে লোকসভা ভোটের মুখে কর্মীরা আরও উজ্জীবীত হবেন বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলোট। উপনির্বাচনে জয় প্রসঙ্গে সংবাদসংস্থা এএনআই-কে গেহলোট বলেছেন, ‘‘খুব খুশি। মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।’’

জিন্দ বিধানসভা উপনির্বাচনে ১২ হাজার ৯৩৫ ভোটে জননায়ক জনতা পার্টির প্রার্থী দিগ্বিজয় সিং চৌতালাকে হারিয়ে জয়ের হাসি হেসেছেন বিজেপি-র কৃষাণ মিধা। অন্যদিকে, ২২ হাজার ৭৪০ ভোট পেয়ে তিন নম্বরে জায়গা করেছেন কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী রণদীপ সিং সুরজেওয়ালা। লোকসভা ভোটের আগে জিন্দ উপনির্বাচন ছিল কার্যত মনোহর লাল খট্টরের পরীক্ষা। উনিশের ভোটের লড়াইয়ের আগে শেষমেশ পরীক্ষায় পাশ করায় স্বভাবতই স্বস্তিতে খট্টর শিবির।

Read the full story in English

CONGRESS bjp
Advertisment