Advertisment

মোদীর অনুপ্রেরণাতেই বিজেপি-তে ক্রিকেট তারকার স্ত্রী

গুজরাতের জামনগরে এক অনুষ্ঠানে 'লেডি জাদেজা'র গলায় পড়িয়ে দেওয়া হয় গেরুয়া উত্তরীয়। পদ্ম শিবিরের এই নয়া সদস্য জানান, নরেন্দ্র মোদীর অনুপ্রেরণাতেই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লোকসভা ভোটের প্রাক্কালে তারকাদের আরও বেশি করে দলে টানতে মরিয়া প্রায় সবকটি রাজনৈতিক দল। গত কয়েকদিনে একের পর এক তারকা নাম লিখিয়েছেন পদ্ম শিবিরে। এবার রাজনীতির ময়দানে পা রাখলেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। রিভাবা যোগ দিয়েছেন এই মুহূর্তে দেশের ক্ষমতাসীন দল বিজেপি-তে। এদিন গুজরাতের জামনগরে এক অনুষ্ঠানে 'লেডি জাদেজা'র গলায় পড়িয়ে দেওয়া হয় গেরুয়া উত্তরীয়। পদ্ম শিবিরের এই নয়া সদস্য জানান, নরেন্দ্র মোদীর অনুপ্রেরণাতেই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।

Advertisment

রাজনীতিতে এবারই রিভাবার প্রথম হাতে খড়ি হলেও পাঁচ মাস আগেই রাজপুত সংগঠন কর্ণি সেনার মহিলা শাখা প্রধানের দায়িত্ব পেয়েছিলেন তিনি৷ জামনগরে বিজেপি-র কার্য্যালয়ের এক অনুষ্ঠানে জাদেজা-পত্নী দলীয় সদস্যপদ গ্রহণ করেন। এদিন কৃষিমন্ত্রী রাঞ্চো ফালদু ও জামনার সাংসদ পুনম মাদাম গেরুয়া শিবিরে তাঁকে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন- বিজেপির ‘বিজয় সংকল্প’ যাত্রা ঘিরে ধুন্ধুমার

২০১৬ সালে ক্রিকেট তারকা রবীন্দ্র জাদেজা সঙ্গে গাঁটছড়া বাঁধেন রিভাবা। বর্তমানে তিনি দুই কন্যা সন্তানে মা।

উল্লেখ্য, গত বছর জামনগরের এক পুলিশ কনস্টেবলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে প্রথম শিরোনামে আসেন লেডি জাদেজা। বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে জামনগর থানার ওই কনস্টেবলের সাইকেলে ধাক্কা মারেন তিনি। দুর্ঘটনায় আহত হন সেই পুলিশকর্মী। এই ঘটনা নিয়ে বেশ কিছুদিন উত্তেজনা জারি থাকলেও শেষ পর্যন্ত দু'পক্ষে রফা হয়ে যায়। এরপর গতবছরের শেষের দিকে বলিউডি ছবি ‘পদ্মাবত’-এর বিরুদ্ধে নজিরবিহীন ভাবে বিক্ষোভ দেখিয়ে বিতর্কে জড়িয়েছিল কর্ণি সেনা। সে সময়েই কর্ণি সেনায় যোগ দিয়েছিলেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রীভাবা জাদেজা।

Read the full story in English

cricket General Election 2019 bjp
Advertisment