Advertisment

আজ রাজ্যের ২টি বুথে উপনির্বাচন, অবাধ ভোট চ্যালেঞ্জ কমিশনের

রাজ্যের বিভিন্ন প্রান্তে পুরভোটে সন্ত্রাসের অভিযোগ উঠলেও মাত্র ২টি বুথে পুনর্নির্বাচন হওয়ায় ক্ষুব্ধ বিরোধীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Hamro Party wins Darjeeling municipal polls

আত্মপ্রকাশেই বাজিমাত নতুন দলের।

আজ রাজ্যের ২টি বুথে পুনর্নির্বাচন। গত রবিবারের পুরভোটে রাজ্যজুড়ে বেনজির সন্ত্রাসের অভিযোগ তোলে বিরোধীরা। দিকে-দিকে ভোট-লুঠ, ছাপ্পাভোটের অভিযোগে পথে নেমে বিক্ষোভ করতেও দেখা যায় বিরোধীদের। রবিবারের পুরভোটে সন্ত্রাসের ভুরি-ভুরি অভিযোগ জমা পড়ে রাজ্য নির্বাচন কমিশনে।

Advertisment

ভোটে সন্ত্রাসের অভিযোগ পেয়ে রাজ্যপাল নির্বাচন কমিশনারকে ডেকে পাঠিয়েছিলেন। নির্বাচন কমিশনের আশ্বাস সত্ত্বেও কেন পুরভোটে এত হিংসা, এত অশান্তির অভিযোগ উঠল, তা নির্বাচন কমিশনার সৌরভ দাসের কাছে জানতে চান ধনকড়। নির্বাচন কমিশনারকে পুনর্নির্বাচনের পরামর্শ দেন রাজ্যপাল। জানা গিয়েছে, তারপরেই আজ রাজ্যের মাত্র দুটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন- মঙ্গলে ২ পুরসভার দু’টি বুথে পুনর্নির্বাচন, কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব বিরোধী শিবির

মঙ্গলবার শ্রীরামপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ৭ নং বুথে পুনর্নির্বাচন হচ্ছে। এরই পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর বুথেও হচ্ছে পুনর্নির্বাচন। যদিও রাজ্যজুড়ে ভোট লুঠের অভিযোগ উঠলেও মাত্র ২টি বুথে পুনর্নির্বাচন হওয়ায় ক্ষুব্ধ বিরোধীরা। বিজেপি নেতা দিলীপ ঘোষ ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে তুলোধনা করেছেন রাজ্য নির্বাচন কমিশনকে। তিনি বলেন, ''রাজ্যপাল বলেছিলেন বলেই পুনর্নির্বাচন করছে।''

উল্লেখ্য, গত রবিবার রাজ্যের ১০৭টি পুরসভার নির্বাচন ঘিরে তুমুল অশান্তির ছবি দিনভর সামনে এসেছে। কোথাও বিরোধী প্রার্থী, এজেন্টদের হুমকি, মারধরের অভিযোগ উঠেছে, কোথাও আবার পুলিশের সামনেই দেদার ছাপ্পাভোটের অভিযোগও উঠেছে। রাজ্য নির্বাচন কমিশনে হাজারেরও বেশি অভিযোগ জমা পড়েছে।

Election West Bengal Municipal Elections
Advertisment