রেকর্ড দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। ৭০ টাকা ছুঁয়েছে ডিজেল। পেট্রোল পেরিয়েছে ৭৮ টাকা। কর্নাটকে ভোট মিটতেই এক দফা দাম বেড়েছিল জ্বালানি তেলের। গতকাল আবার বেড়েছে দাম। শহর কলকাতায় যাঁরা নিত্য যাতায়াত করেন, কী বলছেন তাঁরা? ভিডিও-তে ধরা পড়েছে পেট্রো মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। রয়েছে পেট্রল পাম্প কর্মীদের মতামতও। Advertisment