scorecardresearch

মোদীর ক্যারিশ্মাতেই সরকার গঠন, মুখ্যমন্ত্রী পদ নিয়ে অকপট অজিত পাওয়ার

মহারাষ্ট্রের রাজনীতিতে বিজেপির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা জোরদার হচ্ছে।

NCP, Ajit Pawar, Ajit Pawar CM, Ajit Pawar CM, Sharad Pawar, MVA, Maharashtra polls, Pune, Pune news today"
মহারাষ্ট্রের রাজনীতিতে বিজেপির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা জোরদার হচ্ছে।

অজিত পাওয়ারের মুখে প্রধানমন্ত্রী মোদীর ঢালাও প্রশংসা! মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশও করেছেন তিনি। এনসিপি নেতা এবং শরদ পাওয়ারের ভাগ্নে অজিত পাওয়ার মহারাষ্ট্রের রাজনীতিতে নিয়মিত আলোচনায় রয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার জল্পনার মধ্যেই অজিত পাওয়ার এখন খোলাখুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন।

পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। এক সাক্ষাৎকারে অজিত পাওয়ার বলেন, মোদীর ক্যারিশ্মাই দেশের উন্নয়নের চাবিকাঠি। তিনি বলেন, ‘যে কাজটি অটল বিহারী বাজপেয়ী, এলকে আডবানি, মুরলি মনোহর যোশীর মতো নেতারা করতে পারেননি, তা নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন’।

অজিত পাওয়ারের মতে, নরেন্দ্র মোদীর ক্যারিশ্মাতেই বিজেপি ২০১৪ এবং ২০১৯ লোকসভা ভোটে জয়লাভ করে। ১৯৮৪ সালের পর, ২০১৪ সালে, নরেন্দ্র মোদীর ক্যারিশ্মাতেই পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পেরেছে বিজেপি। অজিত পওয়ার বলেন, ‘২০১৪ সালে তো মোদী দেশের জনগণের ভোটে জিতে এসেছেন। শিক্ষাগত যোগ্যতা দেখিয়ে নয়। এটা ওঁর ক্যারিশ্মা। ওঁর একটা ব্যক্তিত্ব রয়েছে, সেই সাহায্যেই বিপুল জয় পেয়েছে।’

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চান অজিত পাওয়ার

অজিত পাওয়ার আরও বলেন, যে মহারাষ্ট্রের রাজনীতিতে এনসিপি সর্বদাই দ্বিতীয় পজিশনে। পাশাপাশি তিনি এও বলেন, সুযোগ পেলে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতেও প্রস্তূত’। এনসিপি নেতা অজিত পাওয়ারের বিজেপিতে যোগদানের খবর জোরালো হচ্ছে। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তিনি রাজনৈতিক মহলে এই গুজব আরও জোরদার করেছেন।

তিনি ২০০৪ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে এনে বলেন, সেই নির্বাচনে এনসিপি ৭১টি আসন পেয়েছিল এবং কংগ্রেস ৬৯টি আসন পেয়েছিল। আর আর পাটিলকে উপ-মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হয়। তবে তিনি বলেন, ২০২৪ কেন, এখন বললেও তিনি মুখ্যমন্ত্রী হতে প্রস্তুত। অজিত পাওয়ারের এই বক্তব্য এমন সময়ে এল যখন মহারাষ্ট্রের রাজনীতিতে বিজেপির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা জোরদার হচ্ছে। এর মধ্যে শুক্রবার (২১ এপ্রিল) মুম্বইতে এনসিপির একদিনের সম্মেলনেও যোগ দেননি তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Ready to stake claim to cm post cant deny modi charisma ncps ajit pawar